থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস ইউনিভার্স ২০২৫-এ বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা আজ ন্যাশনাল কস্টিউম পর্বে অংশ নিচ্ছেন। তিনি বেছে নিয়েছেন সাদা জামদানি শাড়ি, যার মোটিফে রয়েছে বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের ঘণ্টার মধ্যেই ছবিটি ২৪ হাজার ইতিবাচক রিঅ্যাকশন পায়।
মিথিলা জানান, তাঁর ন্যাশনাল কস্টিউমের নাম “দ্য কুইন অব বেঙ্গল”। পুরো শাড়িতে শাপলার মোটিফ ব্যবহার করা হয়েছে, যা শান্তি ও পবিত্রতার প্রতীক। হাতে তৈরি এই জামদানি বানাতে সময় লেগেছে প্রায় ১২০ দিন। শাড়িটির ডিজাইনার আফরিনা সাদিয়া সৈয়দা।
ডিজাইনার জানান, খাদি সুতায় দুই মাস্টার তাঁতি চার মাস ধরে শাড়িটি বুনেছেন। এর সঙ্গে মিল রেখে তৈরি করা হয়েছে বিশেষ জুয়েলারি ব্লাউজ ও গয়না-যার সবকটিতেই শাপলার থিম। ২২ ক্যারেট সোনার প্রলেপ দেওয়া গয়নার সেটটি বানাতে লেগেছে আড়াই মাস, কাজ করেছেন ১২ জন কারিগর।
জেরিন তাসনিম খান প্রথমবারের মতো জুয়েলারি ব্লাউজ তৈরি করেন এবং মঞ্চে যাওয়ার আগের রাতে টিমসহ ব্লাউজের ফাইনাল কাজ সম্পন্ন করেন।
আমারবাঙলা/এসএ