ছবি: সংগৃহীত
পরিবেশ

জলবায়ু ঝুঁকিতে বিশ্বের শীর্ষে বাংলাদেশ : বিশ্বব্যাংক

আমার বাঙলা ডেস্ক

দক্ষিণ এশিয়া এখন বিশ্বের সবচেয়ে জলবায়ু–ঝুঁকিপূর্ণ অঞ্চলের একটি—আর এই অঞ্চলের মধ্যেই সবচেয়ে ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। সোমবার প্রকাশিত বিশ্বব্যাংকের নতুন প্রতিবেদন ‘Bangladesh and Other South Asian Countries: Climate Resilience Will Be Private Sector-Led’–এ এমন সতর্কতা দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০৩০ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার ৯০ শতাংশ মানুষ চরম তাপমাত্রার মুখোমুখি হবে, আর প্রায় এক–চতুর্থাংশ মানুষ পড়বে গুরুতর বন্যার ঝুঁকিতে। বিশেষ করে বাংলাদেশের উপকূলে বাড়তে থাকা লবণাক্ততা কোটি মানুষের জীবন–জীবিকায় সরাসরি প্রভাব ফেলছে।

বিশ্বব্যাংকের বিশ্লেষণ জানায়, জলবায়ু পরিবর্তনের ধাক্কা সামাল দেওয়ার চাপ এখন সবচেয়ে বেশি পড়ছে পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানের ওপর। জরিপে দেখা গেছে, আগামী এক দশকের মধ্যে আবহাওজনিত কোনো না কোনো ধাক্কায় পড়ার আশঙ্কা করছে দক্ষিণ এশিয়ার তিন–চতুর্থাংশ পরিবার–প্রতিষ্ঠান। যদিও ৮০ শতাংশ পরিবার ও ৬৩ শতাংশ প্রতিষ্ঠান ইতিমধ্যে অভিযোজনমূলক উদ্যোগ নিয়েছে, বেশির ভাগই আবার স্বল্প ব্যয় ও সহজ সমাধান নির্ভর।

বাংলাদেশের উপকূলের ২৫০ গ্রামজুড়ে করা এক জরিপে দেখা যায়, জলবায়ু সহনশীল অবকাঠামোই সেখানে সবচেয়ে বড় ঘাটতি। দীর্ঘমেয়াদে ৫৭ শতাংশ পরিবার মনে করে, দুর্যোগ–সুরক্ষা অবকাঠামোর অভাবই প্রধান বাধা। আর ৫৬ শতাংশ পরিবার অভিযোজনের জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের বেড়িবাঁধ, সাইক্লোন শেল্টারসহ সরকারি বিনিয়োগ প্রাণহানি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি ভারত ও পাকিস্তানের অভিজ্ঞতা দেখায়—হালনাগাদ তথ্য ও সামাজিক সুরক্ষা কর্মসূচির সমন্বয়ে দ্রুত সহায়তা পৌঁছানো সম্ভব। কিন্তু রাজস্ব সীমাবদ্ধতার কারণে সরকারের সক্ষমতা সীমিত হওয়ায় বেসরকারি খাতকে অভিযোজন বিনিয়োগে উৎসাহিত করতে নীতিগত সহায়তার প্রয়োজন জরুরি হয়ে উঠেছে।

বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান অঞ্চলের পরিচালক জ্যঁ পেসমে বলেন, ‘বাংলাদেশের স্থিতিস্থাপকতা বারবার নতুন জলবায়ু চ্যালেঞ্জে পরীক্ষা দিতে হচ্ছে। অভিযোজন চলছে বটে, কিন্তু বাড়তে থাকা ঝুঁকি মোকাবিলায় আরও বড় পদক্ষেপ প্রয়োজন।’ তাঁর মতে, আগাম সতর্কীকরণ ব্যবস্থা, সামাজিক সুরক্ষা, জলবায়ু–স্মার্ট কৃষি, অভিযোজন অর্থায়ন ও নগর এলাকার লক্ষ্যভিত্তিক বিনিয়োগ এখন অত্যন্ত জরুরি।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বহুমাত্রিক এবং সমন্বিত অভিযোজন কৌশল এখন সময়ের দাবি। আগাম সতর্কীকরণ ব্যবস্থার উন্নয়ন, ঋণ ও বিমা সুবিধা সম্প্রসারণ, এবং বেসরকারি খাতকে উপযুক্ত স্থানে বিনিয়োগে উৎসাহিত করতে পারলে জলবায়ু–সম্পর্কিত ক্ষতির এক–তৃতীয়াংশ কমানো সম্ভব। সীমিত বাজেটেও পরিবহন ও ডিজিটাল নেটওয়ার্কে উন্নয়ন, আর লক্ষ্যভিত্তিক সামাজিক সহায়তা জোরদার করে সরকার এ প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে।

সহ–লেখক সিদ্ধার্থ শর্মা বলেন, ‘অভিযোজনের ক্ষেত্রে বাংলাদেশের অভিজ্ঞতা যেমন শিক্ষণীয়, তেমনি একটি বড় পরীক্ষা। মানুষ ও ব্যবসা প্রতিষ্ঠান নিজেদের মতো করে মানিয়ে নিচ্ছে; কিন্তু সংকটের ব্যাপকতা মোকাবিলায় সরকার ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ জরুরি।’

বিশ্বব্যাংকের মতে, এখনই বাংলাদেশের সামনে স্থিতিস্থাপকতা গড়ে তোলার বড় সুযোগ। আগাম সতর্কীকরণ ও সাইক্লোন শেল্টারে বিনিয়োগ দুর্যোগে প্রাণহানি কমানোর যে সাফল্য দেখিয়েছে, তা প্রমাণ করে—সঠিক পরিকল্পনা ও কার্যকর প্রতিষ্ঠান স্থানীয় অভিযোজনকে বড় পরিসরে রূপ দিতে পারে। সরকারি, বেসরকারি ও কমিউনিটির অংশীদারিত্ব জোরদার করতে পারলে জলবায়ু–স্মার্ট সমাধান দ্রুত ছড়িয়ে দিতে সক্ষম হবে দেশটি। এতে ক্ষতি কমবে, টেকসই উন্নয়নের পথও আরও মজবুত হবে।


● আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব-ইরাকে পৃথক ভূমিকম্পন অনুভূত

সৌদি গেজেট জানিয়েছে, সৌদি ভূতাত্ত্বিক জরিপ (এসজিএস) শনিবার দুটি ভূমিকম্প রেক...

কুষ্টিয়ায় অসুখের যন্ত্রণায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়ীয়া এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগ...

উত্তরার দিয়াবাড়িতে সরকারি জমিতে অবৈধ ‘জর্বিং রাইড’

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় সরকারি জমিতে অনুমোদনহীনভাবে পরিচালিত হচ্ছে ব...

এনআইডি সংশোধন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হচ্ছে

আসন্ন ১৩শ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার তালিকা প্রস্তুত ও প্রিন্টের কার্যক্রম শু...

টানা বর্ষণে মালয়েশিয়ায় ভয়াবহ বন্যা: সাত রাজ্যে মানবিক সংকট

মালয়েশিয়ার ৭টি রাজ্যে প্রবল বৃষ্টির কারণে বন্যা দেখা দেওয়ায় ১১ হাজারেরও ব...

বড়লেখায় র‍্যাব-৯ এর অভিযানে ৯ হাজার ১৪৪ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

মৌলভীবাজারের বড়লেখায় র‌্যাব-৯, সিপিসি-২–এর অভিযানে ৯১৪৪ পিস ইয়াবা...

দিল্লিতে ভাড়া বাসায় বাংলাদেশি যুবকের মরদেহ

ভারতের দিল্লির গ্রেটার নয়ডার বেটা-১ এলাকায় এক বাংলাদেশি যুবকের ঝুলন্ত মরদেহ...

অ্যামাজন প্রাইমে শরীফুল রাজের ‘ওমর’

আমেরিকার জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে যুক্ত হলো ঢাকার নি...

বিয়ে করলেন কণ্ঠশিল্পী পূজা

বিয়ে করলেন জনপ্রিয় সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা। পাত্রের নাম শুভংকর সেন।...

চন্দ্রঘোনা থানার অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনের নির্দেশনায় চন্দ্রঘ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা