জাতীয়

চ্যালেঞ্জ মোকাবেলায় সংসদ সদস্য প্রার্থী নাগরিক  সমাজসহ সংশ্লিষ্টদের একসঙ্গে কাজ করার আহ্বান

নিজস্ব প্রতিবেদক: ‘দ্বাদশ সংসদের জন্য সুযোগ : টেকসই উন্নয়নের জন্য নাগরিক সুপারিশ’ শীর্ষক গোলটেবিল আলোচনা রবিবার ডেইলি স্টার সেন্টারে অনুষ্ঠিত হয়। ইউএসএআইডির অর্থায়ন এবং কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল দ্বারা বাস্তবায়িত প্রেমোটিং অ্যাডভোকেসি অ্যান্ড রাইটস (পিএআর) প্রকল্প এই আলোচনার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে উপস্থিত ছিলেন সাবের হোসেন চৌধুরী, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, এমপি, শিরিন আক্তার, এমপি এবং স্বশরীরে উপস্থিত ছিলেন আরমা দত্ত, এমপিসহ প্রান্তিক মানুষের প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি এবং সংবাদ মাধ্যম কর্মীবৃন্দ। গোলটেবিল আলোচনা উপলক্ষ্যে পিএআর কর্মসূচির মাধ্যমে ঢাকা ও খুলনার নাগরিক সংগঠন, নাগরিক সমাজ ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিগণ পরিবেশ দূষণ, অপরিকল্পিত নগরায়ণ এবং দলিত ও ঋষি সম্প্রদায়ের মানুষের সামাজিক অন্তর্ভুক্তির বিষয়ক চিহ্নিত প্রধান প্রধান সুপারিশসমূহ আসন্ন দ্বাদশ সংসদকে সামনে রেখে নির্বাচনী ইশতেহারে ও অঙ্গিকারে অন্তর্ভুক্তির জন্য উপস্থাপন করেন। প্রধান প্রাধান সুপারিশগুলো হচ্ছে- দলিত ও ঋষি প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক ক্ষমতায়ন ও তাদের সাংবিধানিক অধিকারগুলো নিশ্চিত করা; সব নাগরিকের জন্য সবুজ, সুন্দর ও টেকসই নগরায়নে বিনিয়োগ করা এবং পরিবেশ রক্ষার্থে বায়ু, শব্দ ও পানি দূষণ বন্ধ করা। পাশাপাশি, আলোচনায় বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য নীতি প্রণয়নে নাগরিকদের সম্পৃক্ততার গুরুত্বও অংশগ্রহণকারী বক্তারা তুলে ধরেন এবং পরিবেশ দূষণ, অপরিকল্পিত নগরায়ন বিষয়ক বর্তমান চ্যালেঞ্জগুলো মোকাবেলায় দ্বাদশ সংসদ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী নাগরিক সমাজসহ সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে একসাথে কাজ করার মাধ্যমে সমস্যা সমাধানের প্রতি গুরুত্ব অরোপ করেন। বিশেষ অতিথির বক্তব্যে অনলাইনে যুক্ত থেকে শিরিন আক্তার, এমপি, আজকের সংলাপে প্রস্তাবিত সকল সুপারিশকে সাধুবাদ জানিয়ে বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কারিগরি প্রশিক্ষণ ও শিক্ষা প্রদান সম্প্রসারণ করে কর্মসংস্থান তৈরির প্রতি বিশেষ গুরুত্ব প্রদান জরুরী। ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী অনলাইনে যুক্ত হয়ে বলেন, আজকের সংলাপ একটি সময়োপযোগি উদ্যোগ এবং সে জন্য তিনি অয়োজকদের সাধুবাদ জানান। সেই সাথে তিনি বলেন এই সংলাপ রাজনীতিবিদ ও প্রান্তিক মানুষের সেতুবন্ধন তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। সাবের হোসেন চৌধুরী অনলাইনে যুক্ত হয়ে সকল অংশগ্রহণকারীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রান্তিক মানুষের সকল সুপারিশের প্রতি অকুন্ঠ সমর্থন ব্যক্ত করেন। তিনি আরো বলেন, আমি আশা করছি আগামী ২৭ ডিসেম্বর আওয়ামীলীগের নির্বাচনী ইশতেহারে আপনারা আপনাদের প্রস্তাবিত সুপারিশের বেশ কিছ‚র প্রতিফলন দেখতে পারবেন। তিনি একটি পূর্ণাঙ্গ রোড ম্যাপ তৈরি ও বাস্তবায়নের উপরও বিশেষ গুরুত্ব অরোপ করেন। আরমা দত্ত বলেন, আরমা দত্ত আজকের উপস্থাপিত সকল সুপারিশের প্রতি তাঁর পূর্ণাঙ্গ সমর্থন ব্যক্ত করেন। সেই সাথে উপস্থিত প্রান্তিক মানুষের প্রতিনিধিসহ সকল অংশগ্রহণকারী ও আয়োজকদের এই সংলাপ আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রসঙ্গত যে, ইউএসএআইডির অর্থায়নে এবং কাউন্টারপাটর্ ইন্টারন্যাশনালের বাস্তবায়োনাধীন প্রোমোটিং অ্যাডভোকেসি অ্যান্ড রাইটস (পিএআর) প্রকল্পটি ২০১৮ সাল থেকে বাংলাদেশের সুশীল সমাজের প্রতিনিধিত্বকারী সংস্থাগুলিকে নাগরিক সমস্যা চিহ্নিত করণ এবং সমস্যা সমাধানে নাগরিক অংশগ্রহণে প্রান্তিক জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে কাজ করে যাচ্ছে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সমঝোতার পথে সরকার

জুলাই সনদ বাস্তবায়নে দলগুলোর সঙ্গে রাজনৈতিক সমঝোতার দিকে এগোচ্ছে সরকার। ইতোমধ...

সেন্টমার্টিন খুললেও যাচ্ছে না জাহাজ

দীর্ঘ প্রায় নয় মাসের বিরতির পর অবশেষে আজ শনিবার (১ নভেম্বর) থেকে দেশের একমা...

সুদানে ভয়াবহ গণহত্যা চালালো আরএসএফ

সুদানের দারফুর অঞ্চলের এল-ফাশার শহরে ভয়াবহ গণহত্যার চিত্র উঠে এসেছে। আবুবকর আ...

দেশজুড়ে সমবায়ের জয়যাত্রা, বঞ্চিত সিলেট বিভাগ

দেশজুড়ে যখন সমবায়ের জয়যাত্রা, তখন সিলেট বিভাগ যেন রয়ে গেছে উন্নয়নের মানচিত্রে...

যে কারনে বাংলাদেশে সরকার পরিবর্তন,ব্যাখ্যা করলেন অজিত দোভাল

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল বলেছেন, দুর্বল শাসন ব্যবস...

দেশজুড়ে সমবায়ের জয়যাত্রা, বঞ্চিত সিলেট বিভাগ

দেশজুড়ে যখন সমবায়ের জয়যাত্রা, তখন সিলেট বিভাগ যেন রয়ে গেছে উন্নয়নের মানচিত্রে...

সুদানে ভয়াবহ গণহত্যা চালালো আরএসএফ

সুদানের দারফুর অঞ্চলের এল-ফাশার শহরে ভয়াবহ গণহত্যার চিত্র উঠে এসেছে। আবুবকর আ...

সেন্টমার্টিন খুললেও যাচ্ছে না জাহাজ

দীর্ঘ প্রায় নয় মাসের বিরতির পর অবশেষে আজ শনিবার (১ নভেম্বর) থেকে দেশের একমা...

জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সমঝোতার পথে সরকার

জুলাই সনদ বাস্তবায়নে দলগুলোর সঙ্গে রাজনৈতিক সমঝোতার দিকে এগোচ্ছে সরকার। ইতোমধ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা