কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ আরিফুল ইসলাম (২৪) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–৪৭ কুষ্টিয়া ব্যাটালিয়ন। সোমবার দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি। তিনি জানান, চরচিলমারী বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৮৪/২–এস থেকে প্রায় ১৫০ গজ ভেতরে আতারপাড়া নামক স্থান থেকে আরিফুলকে আটক করা হয়।
বিজিবি জানায়, তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এসব অস্ত্র ও মালামালের আনুমানিক মূল্য ধরা হয়েছে এক লাখ ৩৫ হাজার ৬০০ টাকা।
অস্ত্র–গুলিসহ আটক আরিফুল ইসলামকে দৌলতপুর থানায় হস্তান্তর ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
● আমারবাঙলা/এফএইচ