রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আসামি ১। মোঃ শফিউল্লাহ হাওলাদার (২৫), ২। মোঃ দুলাল হাওলাদার (৩০) কে গ্রেফতার করা হয়।
আজ ১২ই জানুয়ারি উত্তরা পূর্ব থানা পুলিশ কর্তৃক এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো হলো—
০৩ (তিন)টি কাচের বোতলে রক্ষিত LABORIE MERLOT W.O. WESTERN CAPE / WINE OF SOUTH AFRICA নামক বিদেশি ওয়াইন, যার মূল্য ২৪,০০০ (চব্বিশ হাজার) টাকা।
১২ (বার)টি কাচের বোতলে রক্ষিত KWV SAUVIGNON BLANC, FINE WINE OF SOUTH AFRICA নামক বিদেশি ওয়াইন, যার মূল্য ৯৬,০০০ (ছিয়ানব্বই হাজার) টাকা।
১২ (বার)টি কাচের বোতলে রক্ষিত MARANI WINE OF GEORGIA (KAKHETI REGION) নামক বিদেশি ওয়াইন, যার মূল্য ৯৬,০০০ (ছিয়ানব্বই হাজার) টাকা।
১২ (বার)টি কাচের বোতলে রক্ষিত SCARLETT ESSENTIAL 2021 – FRENCH SHIRAZ (Silky & Juicy) নামক বিদেশি ওয়াইন, যার মূল্য ৯৬,০০০ (ছিয়ানব্বই হাজার) টাকা।
৩৩ (তেত্রিশ)টি কাচের বোতলে রক্ষিত GOLDEN KANN CHARDONNAY, WINE OF ORIGIN WESTERN CAPE / WINE OF SOUTH AFRICA নামক বিদেশি ওয়াইন, যার মূল্য ২,৬৪,০০০ (দুই লক্ষ চৌষট্টি হাজার) টাকা।
১২ (বার)টি কাচের বোতলে রক্ষিত WOLF BLASS THE CLASSIC RED LABEL COLLECTION SHIRAZ 2021 নামক বিদেশি ওয়াইন, যার মূল্য ৯৬,০০০ (ছিয়ানব্বই হাজার) টাকা।
দেশীয় তৈরি ১৫ (পনেরো) কেস HUNTER Premium Quality Beer, যার মূল্য ১,৪৪,০০০ (এক লক্ষ চুয়াল্লিশ হাজার) টাকা।
৫ (পাঁচ) কেস HEINEKEN Original Beer, যার মূল্য ৮৪,০০০ (চুরাশি হাজার) টাকা।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের মোট মূল্য ৯,০০,০০০ (নয় লক্ষ) টাকা।
গ্রেফতারকৃত আসামিদের এবং উদ্ধারকৃত ও জব্দকৃত মাদকদ্রব্য সংক্রান্তে উত্তরা পূর্ব থানার মামলা নং-০৮, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) ধারার টেবিল ২৪(গ) অনুযায়ী মামলা রুজু করা হয়।
আমারবাঙলা/এসএ