উত্তরা দিয়াবাড়ির লেকে কয়েক দিন ধরে চলছিল এক রুদ্ধশ্বাস অ্যাডভেঞ্চার ‘জর্বিং রাইড’ বা ওয়াটার ওয়াকিং বল। তবে দৈনিক আমার বাঙলা–তে রাইডটির নিরাপত্তাহীনতা নিয়ে সংবাদ প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই তুরাগ থানা পুলিশ কার্যক্রমটি বন্ধ করে দেয়।
গত সোমবার (২৪ নভেম্বর) আমার বাঙলায় প্রকাশিত ওই অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, লেকের পানিতে পরিচালিত এ রাইডের কোনো সরকারি অনুমোদন নেই। জরুরি পরিস্থিতিতে ভেতরে আটকা পড়া ব্যক্তিকে উদ্ধারের মতো সরঞ্জাম কিংবা প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীও সেখানে ছিল না। ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা ছিল।
সংবাদ প্রকাশের পর প্রশাসন তাৎক্ষণিকভাবে রাইড অপারেটরদের সব সরঞ্জাম সরিয়ে নিতে নির্দেশ দেয় বলে স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “দৈনিক আমার বাঙলা’র প্রতিবেদন নজরে আসার পরই আমরা ব্যবস্থা নিয়েছি। মানুষের নিরাপত্তা সবার আগে। এই রাইডটির কোনো প্রকার অনুমোদন ছিল না এবং এটি যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারত।"
লেকপাড়ে ঘুরতে আসা দর্শনার্থীরা পুলিশি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের অনেকের মন্তব্য, রোমাঞ্চ থাকলেও শিশু–কিশোরদের নিয়ে এই রাইডে ওঠা ছিল ঝুঁকিপূর্ণ। দ্রুত পদক্ষেপ নেওয়ায় তাঁরা স্বস্তি পেয়েছেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দিয়াবাড়ির লেক–অঞ্চলে এখন থেকে নজরদারি আরও জোরদার করা হবে; যেন ভবিষ্যতে কোনো অননুমোদিত ও বিপদজনক কার্যক্রম সেখানে পরিচালিত না হয়।
● আমারবাঙলা/এফএইচ