আইপিএলের সবচেয়ে দামী খেলোয়াড় হওয়ার রোমাঞ্চের রেশ কাটতে না কাটতেই ব্যাটিংয়ে হতাশ করলেন গ্রিন। জোফরা আর্চারের বলে শূন্য রানে আউট হন তিনি।
অ্যাডিলেডে (বুধবার) প্রথম দিনের খেলায় মাত্র ২ বল স্থায়ী হলো অস্ট্রেলিয়ার গ্রিনের ইনিংস। কোনো রান করতে পারেননি তিনি। ।লেগের দিকে একটি শট খেলতে গিয়ে মিড উইকেটে ব্রাইডন কার্সের হাতে ক্যাচ দিয়ে ফেরেন।
গতকাল (মঙ্গলবার) আইপিএলের নিলাম জুড়ে আলোচনায় ক্যামেরন গ্রিন। কারণ তাকে রেকর্ড ২৫ কোটি ২০ লাখ রুপি দিয়ে কিনেছে কেকেআর।পরের দিন ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় অ্যাশেজ টেস্টে ব্যাট হাতে ব্যর্থ হলেন।
সবচেয়ে দামী খেলোয়াড় হওয়ার দৌড়ে তিনি এগিয়ে ছিলেন এবারের আইপিএলের আসরে। বিদেশি খেলোয়াড় হিসেবে রেকর্ড দামে এই অলরাউন্ডার কলকাতা নাইট রাইডার্সে ডাক পেয়েছেন। নিলামের আগে থেকেই আলোচনায় ছিলেন গ্রিন। গ্রিনকে নিতে রীতিমতো যুদ্ধ করেছে একাধিক ফ্র্যাঞ্চাইজি,রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত রেকর্ড দামে এই অজি অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে কলকাতা
কেকেআর সিইও বেঙ্কি মাইসোর বলেন, "গ্রিনকে পেয়ে আমরা খুশি। খুব ভালো লাগছে। আমাদের পরিকল্পনায় গ্রিন ছিল। তাকে পাওয়ার আশাও ছিল। তবে গ্রিনকে যে দামে পেয়েছি, তাতে আমরা খুশি। গ্রিনকে নিয়ে আমাদের পরিকল্পনা আছে, গ্রিনকে পাওয়ায় আমাদের দল নিঃসন্দেহে শক্তিশালী হবে।
আমারবাঙলা/এসএবি