নিজস্ব প্রতিবেদক: আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, সাংবাদিক দম্পতির হত্যা মামলার তদন্তে ৫০ বছর সময়টা আপেক্ষিক অর্থে বলেছি। এটা বিতর্কের বিষয় না। ভালো কথা বললেও আপনারা (সাংবাদিক) অন্যভাবে নেন, ক্ষেপে যান।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, হত্যার ৪২ বছরে আসামি ধরা, ২৪ বছরে রহস্য উন্মোচনের ঘটনা আছে। আমি প্রকৃত দোষীদের চিহ্নিত করতে সময় লাগলেও দিতে হবে বুঝিয়েছি।
তিনি বলেন, যারা প্রকৃত দোষী, তাদেরকে চিহ্নিত করতে অনেক ক্ষেত্রেই সময় লাগে। যতই সময় লাগুক প্রকৃত অপরাধীদের ধরা হবে। আইনি কাঠামোতে বলা আছে যারা অপরাধী নয়, তাদেরকে ধরা যাবে না। যারা প্রকৃত দোষী, তাদেরকে ধরতে হবে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) আখাউড়ায় সাগর-রুনি হত্যা মামলা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী বলেন, সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সময় দিতে হবে।
পুলিশ তদন্ত শেষ করে রিপোর্ট না দিলে তো করার কিছু নাই। যদি তদন্ত করতে ৫০ বছর সময় লাগে, তাহলে ততদিন অপেক্ষা করতে হবে।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            