জেলা প্রতিনিধি: সাবেক সংসদ সদস্য ও অর্থ উপমন্ত্রী, ৬৯-এর গণঅভ্যুত্থান আন্দোলনের নেতা, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং দেবিদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের বাবা এএফএম ফখরুল ইসলাম মুন্সী মারা গেছেন।
শনিবার (২১ অক্টোবর) ভোর ৪ টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬।
এর আগে গত ৯ অক্টোবর তিনি ব্রেইন স্ট্রোক করার পর রাজধানীর ইউনাইটেড হসপাতালের লাইফ সাপোর্টে নেওয়া হয়। এএফএম ফখরুল ইসলাম মুন্সীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে রাজী মোহাম্মদ ফখরুল এমপি।
১৯৪৭ সালের ২৯ নভেম্বর দেবিদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের বনকোট গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ফখরুল ইসলাম মুন্সী।
মৃত্যুকালে তিনি স্ত্রী রাকিবা বানু এবং দুই ছেলে- রাকিব মোহাম্মদ ফখরুল ও রাজী মোহাম্মদ ফখরুলসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাবেক এই সংসদ সদস্যের মৃত্যুতে দেবিদ্বারে নেমে এসেছে শোকের ছায়া।
তার প্রথম জানাজা দুপুর ১২ টায় দেবিদ্বার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের বনকুট নিজ গ্রামে, বাদ জোহর দ্বিতীয় জানাজা দেবিদ্বার এবিএম গোলাম মোস্তফা স্টেডিয়াম মাঠ, বাদ আসর সংসদ ভবন প্লাজা এবং বাদ মাগরিব গুলশান সোসাইটি মসজিদে অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            