সংগৃহীত
আন্তর্জাতিক

দানবীর আধ্যাত্মিক নেতা আগা খান আর নেই

আমার বাঙলা ডেস্ক

বিশ্বখ্যাত আধ্যাত্মিক নেতা, বিলিয়নেয়ার উদ্যোক্তা, দানবীর প্রিন্স করিম আগা খান মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর ।

তার দাতব্য সংস্থা আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তার মৃত্যুর খবর দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

প্রিন্স করিম আগা খান ছিলেন শিয়া ইসলামের ইসমাইলি সম্প্রদায়ের ৪৯তম বংশগত ইমাম। ১৯৫৭ সালে মাত্র ২০ বছর বয়সে দাদার স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি।

সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করা আগা খান ছিলেন ব্রিটিশ নাগরিক; ফ্রান্সের একটি প্রাসাদে তিনি বসবাস করতেন। বুধবার পর্তুগালের লিসবনে পরিবারের সদস্যদের উপস্থিতিতে তিনি চিরবিদায় নেন।

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এবং তার প্রয়াত মা রানি দ্বিতীয় এলিজাবেথের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আগা খান।

বিবিসি লিখেছে, দীর্ঘদিনের ব্যক্তিগত বন্ধুর এই মৃত্যুতে গভীরভাবে শোকাহত রাজা চার্লস। তিনি ব্যক্তিগতভাবে আগা খানের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন।

আগা খান বিলাসবহুল জীবনযাপন করতেন; বাহামাসে একটি ব্যক্তিগত দ্বীপ, একটি সুপার-ইয়ট এবং ব্যক্তিগত বিমান ছিল তার।

উত্তরাধিকার সূত্রে পাওয়া তার সম্পদ আরো বৃদ্ধি পেয়েছিল ব্যবসা, বিশেষ করে ঘোড়া পালন ও রেসিং শিল্পে বিনিয়োগের মাধ্যমে।

ফোর্বস ম্যাগাজিনের হিসাব অনুযায়ী, ২০০৮ সালে তার সম্পদের পরিমাণ ছিল আনুমানিক এক বিলিয়ন মার্কিন ডলার।

আগা খানের দাতব্য সংস্থা বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে শত শত হাসপাতাল পরিচালনার পাশাপাশি শিক্ষা এবং সংস্কৃতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

তিনি পাকিস্তানের করাচিতে আগা খান ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন এবং হার্ভার্ড ও এমআইটির যৌথ উদ্যোগে আগা খান প্রোগ্রাম ফর ইসলামিক আর্কিটেকচার চালু করেন।

ভারতীয় ঐতিহ্যের সংরক্ষণেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, বিশেষ করে দিল্লির ঐতিহাসিক হুমায়ুনের সমাধির সংস্কারে।

তার নামে ব্রিটেনে চালু রয়েছে আগা খান আর্কিটেকচার অ্যাওয়ার্ড। পূর্ব ও মধ্য আফ্রিকার নেশন মিডিয়া গ্রুপ তারই প্রতিষ্ঠিত।

আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক বলেছে, আমরা আমাদের অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যাব, যাতে বিশ্বজুড়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের জীবনমানের উন্নয়ন ঘটানো যায়, ঠিক যেমনটি তিনি চেয়েছিলেন।

আনুমানিক দেড় কোটি ইসমাইলি মুসলমানের ধর্মীয় ও আধ্যাত্মিক নেতা হিসেবে আগা খান দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। পাকিস্তানে প্রায় পাঁচ লাখ ইসমাইলির বসবাস। এ ছাড়া ভারত, আফগানিস্তান ও আফ্রিকার বিভিন্ন অংশে তাদের উপস্থিতি রয়েছে।

ঘোড়া প্রতিপালনসহ বিভিন্ন ব্যবসায়িক খাতেও আগা খানের বিশাল বিনিয়োগ ছিল। বিশেষ করে, তিনি ইউরোপের অন্যতম সফল ঘোড়া প্রজননকারী হিসেবে পরিচিত ছিলেন।

তার বিখ্যাত ঘোড়া শেরগার ১৯৮১ সালে এপসম ডার্বি জয় করে, তবে ১৯৮৩ সালে ঘোড়াটি অপহরণ করা হয় এবং আর কখনো সেটি উদ্ধার করা সম্ভব হয়নি।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু আজ

মনোহরদীতে অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা আজ রোববার থেকে শুরু হয়েছে। এ...

বড়লেখায় দুর্বৃত্তদের হামলায় দুই ভাই নিহত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের অতর্কিত হামলার শি...

শীতের দাপট বাড়ছে, বছরের শেষের দিনগুলোতে কমতে পারে তাপমাত্রা

মধ্য পৌষের শুরুতে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা বেড়ে গেছে। রোববার (২৮ ডি...

এবার চট্টগ্রাম-১০ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন মোশারফ হোসেন দীপ্তি

চট্টগ্রাম-১০ (পাঁচলাইশ, খুলশী, ডবলমুরিং ও পাহাড়তলী) আসন থেকে প্রার্থী হিসেবে...

মোরেলগঞ্জে নাবালিকাকে শ্বাসরোধ করে হত্যাচেষ্টা! ইটের আঘাতে রক্তাক্ত ,বাবা–মা আহত।

বাগেরহাটের মোরেলগঞ্জে পূর্বশত্রুতার জেরে এক নাবালিকা কন্যাকে শ্বাসরোধ...

চন্দনাইশে গরম পানির ডেকচিতে পড়ে শিশুর মৃত্যু

চন্দনাইশে গরম পানির ডেকচিতে পড়ে দগ্ধ হয়ে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।...

চকরিয়ায় ডিম বিক্রেতা পাথর ছুঁড়ে কাঁচ ভাঙলেন ট্রেনের

চকরিয়ার সাহারবিল রেলস্টেশনে সৈকত এক্সপ্রেস ট্রেনের খাবারের কোচে পাথর নিক্ষেপে...

পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় তাঁতিদলের তিন নেতা আহত

কক্সবাজারের পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় উপজেলা তাঁতিদলের তিনজন সক্রিয় সদস্য আহত হয়ে...

এবার চট্টগ্রাম-১০ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন মোশারফ হোসেন দীপ্তি

চট্টগ্রাম-১০ (পাঁচলাইশ, খুলশী, ডবলমুরিং ও পাহাড়তলী) আসন থেকে প্রার্থী হিসেবে...

নৌবাহিনীর ব্যবস্থাপনায় চট্টগ্রামে ন্যাশনাল হাইড্রোগ্রাফিক কমিটির ১৫তম সভা

সমুদ্রসম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করা এবং সামুদ্রিক কর্মকাণ্ডকে নিরাপদ, সুশ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা