কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রায়হান লিটনকে (৩২) আটক করেছে পুলিশ।
সোমবার (২২ জানুয়ারি) রাতে তাকে গ্রেফতার করা হয়। আটক রায়হান লিটন দূর্গাপুর ইউনিয়নের গোড়াই মন্ডলপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে।
পুলিশ জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই হুসাইনের নেতৃত্বে এএসআই সোহাগ পারভেজসহ সংগীয় ফোর্স অভিযান চালিয়ে বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের সামন থেকে রায়হান লিটনকে আটক করা হয়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা বলেন, আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হবে।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            