লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় নুরুল আমিন নামের এক দৃষ্টিপ্রতিবন্ধী বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। একই সময়ে নিহত ব্যক্তির চার সন্তানকেও মারধর করা হয়।
সোমবার (৭ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ভাইস চেয়ারম্যান সড়কের চৌধুরীর চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নুরুল আমিন তোরাবগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন। তার মৃত্যুতে তোরাবগঞ্জ বাজারে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করেছেন বিএনপির নেতা-কর্মীরা। এ সময় এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান তারা।
পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, নুরুল আমিনের ছেলে মো. মামুনের কাছে ১২৫ টাকা পাওনা রয়েছেন এক চা দোকানদার। সোমবার রাতে পাওনা টাকা নিয়ে ওই চা দোকানদারের সঙ্গে কথা-কাটাকাটি হয় মামুনের। একপর্যায়ে ওই চা দোকানদার আরো কয়েকজনকে নিয়ে মামুনের ওপর হামলা করেন। খবর পেয়ে নুরুল আমিন ও তার ছেলে বজলুর রহমান, মো. ফিরোজ ও মেয়ে আছমা বেগম ঘটনাস্থলে যান। এ সময় তারা মামুনকে রক্ষার চেষ্টা করলে তাদেরও পিটুনি দেওয়া হয়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। এরপর শঙ্কাজনক অবস্থায় নুরুল আমিনকে সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নুরুল আমিনকে মৃত ঘোষণা করেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে পিটুনিতে ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি জানা গেছে। পিটুনির এক পর্যায়ে নুরুল আমিন একটি গর্তের মধ্যে পড়ে গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় মো. সেলিম নামের একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
ওসি আরো বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত মামলা করেনি।
আমারবাঙলা/এমআরইউ
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            