নিজস্ব প্রতিবেদক : অবিলম্বে সাংবাদিক ও শ্রমিক কর্মচারীদের জন্য ১০ম ওয়েজবোর্ড গঠন করার দাবি করেছে বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স (বিএফইউএনপিডব্লিউ) নেতৃবৃন্দ।
আজ শনিবার ৪নং দিলকুশার মতিঝিল কার্যালয়ে বিএফইউএনপিডব্লিউ ২০২৪-২০২৬ সালের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি ও দায়িত্ব গ্রহণ উপলক্ষে এক সভায় এ দাবি জানানো হয়।
বিএফইউএনপিডব্লিউ-এর সভাপতি মো. আলমগীর হোসেন খানের সভাপতিত্বে ও মহাসচিব মোশতাক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. মাকসুদুল আহসান (বাসস), সহ-সভাপতি মো. আতাউর রহমান (দি নিউ নেশন), মো. তাজাম্মেল হক (দৈনিক ইত্তেফাক), মো. আবুল কালাম (দৈনিক ইত্তেফাক), মো. বেলাল উদ্দিন (বাসস), যুগ্ম-মহাসচিব মো. আ. আজিজ (দি নিউ নেশন), সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুর রহমান (দৈনিক ইত্তেফাক), দপ্তর সম্পাদক ওমর ফারুক (বাসস), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুল আউয়াল (দৈনিক ইত্তেফাক), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. মনসুর আলী (দৈনিক ইত্তেফাক), কোষাধ্যক্ষ মো. মোমিনুল হক চৌধুরী (বাসস) ও কার্যনির্বাহী সদস্য মো. জাহাঙ্গীর হোসেন, কায়সার আহমেদ, মো. আনিসুর রহমান ও মো. নাসির উদ্দিন ।
সভায় শ্রমিক কর্মচারী ও সাংবাদিকদের দাবি দ্রুততম সময়ে মধ্যে ১০ম ওয়েজবোর্ড গঠন ও নবম ওয়েজবোর্ড দ্রুত বাস্তবায়নরে জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়। সংবাদপত্র ও সংবাদ মাধ্যমে কর্মরত শ্রমিক কর্মচারিদের দীর্ঘ দিনের প্রত্যাশিত গণমাধ্যমকর্মী আইন সংসদে পাস না হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। নেতৃবৃন্দ দ্রুততম সময়ের মধ্যে গণমাধ্যম কর্মী (চাকুরি শর্তাবলী) আইন সংসদে পাস করার জন্য পদক্ষেপ গ্রহণের আহবান জানানো হয়।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            