ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) বাদ যোহর শহীদ জিয়াউর রহমান হলের উদ্যোগে উক্ত হল মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী, ইবি ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং ইবি ছাত্রদলের নেতাকর্মীবৃন্দসহ আরও অনেকে।
এ সময় হল প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের মানুষের কল্যাণে যে অবদান রেখে গেছেন, তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রয়েছে। তিনি ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামের সার্কিট হাউজে এক সামরিক গুপ্ত হত্যার মাধ্যমে শাহাদাত বরণ করেন। আজকের এই দোয়া মাহফিলে আমরা তাঁর বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি।
তিনি আরও বলেন, “একই সঙ্গে আমরা তাঁর সহধর্মিণী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছি এবং ইবি শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ, শহীদ ওসমান হাদিসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় করছি।”
আমারবাঙলা/এসএ