গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ফরিদা আখতার কক্সবাজার জেলায় সরকারি সফরের অংশ হিসেবে আজ রোববার বিকাল ৪টা ১০ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দরে পৌঁছালে কক্সবাজার জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সফরকালে মাননীয় উপদেষ্টা জেলার মৎস্য ও প্রাণিসম্পদ খাত সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম পরিদর্শন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং দিকনির্দেশনামূলক আলোচনা করবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, কক্সবাজার জেলা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ উপকূলীয় অঞ্চল হওয়ায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও ব্যবস্থাপনায় এ সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আমারবাঙলা/এনইউআ