জাতীয়
পরিবার ও স্বজনদের বর্ণনা

মেয়েকে বাঁচাতে ক্লাসে ছুটে গিয়ে দগ্ধ হন রজনী, পরে হাসপাতালে মৃত্যু

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

মেয়েকে বাঁচাতে গিয়ে রাজধানী ঢাকার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া রজনী খাতুনের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) সকাল ৯টায় জানাজা শেষে ১০টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সাদিপুর গ্রামে তার দাফন হয়।

নিহত রজনী মেহেরপুরের গাংনীর মটমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাওট গ্রামের আব্দুল হামিদের মেয়ে ও দৌলতপুরের হোগলবাড়িয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী।

এদিন সকালে নিহতের মরদেহ সাদিপুরে পৌঁছালে সেখানে স্বজনদের আহাজারিতে শোকের ছায়া নেমে আসে। সংবাদ পেয়ে নিকট আত্মীয়সহ এলাকাবাসী সেখানে ছুটে আসেন। পরে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়। নিহতের জানাজায় দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

এলাকাবাসী ও তার স্বজনরা জানান, জহিরুল ইসলাম ব্যবসায়িক সূত্রে স্ত্রী ও তিন সন্তান নিয়ে ঢাকায় থাকতেন। বড় ছেলে রোবাই ইসলাম এবার এইচএসসি পরীক্ষার্থী। মেজো ছেলে রোহান ইসলাম মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণি ও মেয়ে জুমজুম ইসলাম একই স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী। তাদের দুজনকেই বাসা থেকে স্কুলে আনা নেওয়া করতেন তাদের মা রজনী খাতুন। রোহান অসুস্থ থাকায় দুর্ঘটনার দিন তিনি স্কুলে যাননি।

তার স্বজনরা আরো জানান, সকালে মেয়ে জুমজুমকে স্কুলে রেখে গিয়েছিলেন এবং ছুটির আগে মেয়েকে আনতে স্কুলে যান মা রজনী খাতুন। বিমান বিধ্বংস হওয়ার পর শিশু কন্যাকে বাঁচাতে শ্রেণিকক্ষের দিকে ছুটে গিয়েছিলেন তিনি। তবে তার আগেই তার মেয়ে স্কুলের বাইরে বের হয়ে যায়। এতে শিশুটি রক্ষা পেলেও অগ্নিদগ্ধ হয়ে ঢাকার সিএমএস হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান রজনী। রজনী ভেবেছিলেন তার বাচ্চা শ্রেণিকক্ষেই রয়েছে। মেয়েকে খুঁজতে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন।

দুর্ঘটনার দিন স্কুলে অবস্থান করা মেয়ে জুমজুম ইসলাম বলেন, রোহান ভাইয়া সেদিন বিদ্যালয়ে যায়নি। প্রতিদিনের মতো মা তাকে সকালে বিদ্যালয়ে রেখে যান। মা তাকে খুঁজতে গিয়ে দুর্ঘটনায় পড়েন। তবে তার কোনও সমস্যা হয়নি। সন্ধ্যায় মায়ের মৃত্যুর কথা জানতে পারি।

নিহতের স্বজন গিয়াস উদ্দীন জানান, বিমান দুর্ঘটনার খবর পাই সোমবার দুপুরেই। পরে ছেলে-মেয়েদের সন্ধান পাওয়া গেলেও রজনীর খোঁজ পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যার দিকে খবর আসে বাচ্চা অক্ষত থাকলেও রজনী মারা গেছেন। রজনীর মাথার পেছনের দিকে আঘাতের চিহ্ন দেখা গেছে। তবে শরীর অক্ষত ছিল।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আগামী জাতীয় নির্বাচনে এআই অপপ্রচার মোকাবিলাই বড় চ্যালেঞ্জ 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আসন্ন জাতীয় নি...

হামাসের নিরস্ত্রীকরণ প্রশ্নে প্রায় ৭০ শতাংশ ফিলিস্তিনি ঘোরবিরোধী

হামাস নিরস্ত্র হোক, চান না ৭০ শতাংশ ফিলিস্তিনি বেশির ভাগ ফিলিস্তিনি...

‘হ্যাঁ’ ‘না’ পোস্টে সরগরম ফেসবুক 

সামাজিক যোগাযোগামাধ্যম ফেসবুকে তোলপাড় চলছে ‘হ্যাঁ’ ‘না&rsqu...

সকাল থেকে মেট্রোরেলের চলাচল স্বাভাবিক

যান্ত্রিক ত্রুটির কারণে বুধবার (২৯ অক্টোবর) রাতে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় রাজধা...

ইংল্যান্ডকে হারিয়ে নারী বিশ্বকাপে ইতিহাস দক্ষিণ আফ্রিকার

আক্ষেপ ঘুচল দক্ষিণ আফ্রিকার মেয়েদের। প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের ফা...

একদিনের ব্যবধানে আবারোও বাড়লো সোনার দাম

দেশের বাজারে এক দিনের ব্যবধানে সোনার দাম বৃদ্ধি পেয়েছে ভরিতে ৮ হাজার ৯০০ টাকা...

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

সংরক্ষিত নির্বাচনী প্রতীকের তালিকায় নির্বাচন কমিশন (ইসি) ‘শাপলা কলি&rsq...

কমিটি বাতিলের দাবিতে ফরিদপুরে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত নেতাকর...

নরসিংদী জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে হামলা

নরসিংদীতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।...

বিএনপি বিবাহে রাজি হয়েছে, কাবিননামায় সাইনও করেছে; 'না' বলার অপশন নাই: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, "...

লাইফস্টাইল
বিনোদন
খেলা