মোস্তাফিজুর রহমানকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে ভারত ও বাংলাদেশের ক্রিকেট মহলে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনার পর এবার ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রোববার (৪ জানুয়ারি) বিসিবি আইসিসিকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে জানায়, ভারতে বাংলাদেশ জাতীয় দলের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বাড়তে থাকা উদ্বেগ এবং বাংলাদেশ সরকারের পরামর্শের প্রেক্ষিতে তারা দলকে ভারতে পাঠাতে আগ্রহী নয়। একই সঙ্গে টুর্নামেন্টের জন্য বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু অন্য কোনো দেশে সরিয়ে নেওয়ার অনুরোধও জানানো হয়।
বিসিবির এই অবস্থান নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং। তার মতে, ভারতে খেলতে আসা না আসার সিদ্ধান্ত সম্পূর্ণ বাংলাদেশের ওপর নির্ভর করে।
বার্তা সংস্থা এএনআইকে দেওয়া বক্তব্যে হরভজন সিং বলেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহে বাংলাদেশ ভারতে খেলতে আগ্রহ দেখাচ্ছে না বলে মনে হচ্ছে। তিনি বলেন, “বাংলাদেশে যা ঘটেছে, তা ঠিক হয়নি। এখন আইসিসি তাদের অনুরোধ নিয়ে কী সিদ্ধান্ত নেয়, সেটিই দেখার বিষয়। ভারত সব দলকে স্বাগত জানাতে প্রস্তুত, তবে তারা আসবে কি না, সেটি বাংলাদেশের নিজস্ব সিদ্ধান্ত।
আমারবাঙলা/এসএবি