বাংলাদেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের শিক্ষার্থীরা।
রবিবার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে ছিল বিভিন্ন দাবিনামা সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার। এর মধ্যে ছিল “প্রাথমিকে ধর্মীয় শিক্ষক পদ তৈরি করতে হবে; নৈতিক প্রজন্ম গড়তে হলে, ধর্মীয় শিক্ষায় বিকল্প নেই; ধর্মহীন শিক্ষা অসম্পূর্ণ শিক্ষা; ধর্মীয় শিক্ষা নৈতিকতার ভিত্তি; ধর্মীয় শিক্ষক নিয়োগ দাও” প্রভৃতি শ্লোগান।
শিক্ষার্থীরা বলেন, দেশের অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম শিক্ষা থাকলেও সেখানে কোনো প্রশিক্ষিত ধর্মীয় শিক্ষক নেই। অনেক ক্ষেত্রে অমুসলিম বা ইসলামের বিষয়ে অজ্ঞ শিক্ষকরা এই পাঠদান করছেন, যা মুসলিম অধ্যুষিত রাষ্ট্রের জন্য দুঃখজনক। ফলে শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই ধর্মীয় চেতনা থেকে দূরে সরে যাচ্ছে।
তারা আরও বলেন, “৯০ শতাংশ মুসলমানের দেশে ধর্মীয় শিক্ষার প্রতি এমন উদাসীনতা মেনে নেওয়া যায় না। শিশুরা যেন সঠিকভাবে ধর্মীয় জ্ঞান অর্জন করতে পারে, সে জন্য প্রাথমিক বিদ্যালয়ে অবশ্যই ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে।”
আমারবাঙলা/এফএইচ