স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি হঠাৎ করেই পাকিস্তান সফরে গিয়েছেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক ঊর্ধ্বতন দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পাকিস্তান সফরের উদ্দেশ্যে বুধবার দুপুর দেড়টায় একটি ফ্লাইটে পাকিস্তানের উদ্দেশ্যে যাত্রা করেন।
আগামী ২৬ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।
সূত্র জানিয়েছে, সফরকালে প্রধান দুই দেশের একটি সমঝোতা স্বাক্ষরকে কেন্দ্র করে আলোচনা হচ্ছে। পাশাপাশি এই সময়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক এবং রাজনৈতিক সম্পর্ক কিছুটা উন্নতির দিকে যাচ্ছে। সফরের মাধ্যমে দুই দেশের আলোচনার সুযোগ তৈরি হতে পারে, যাতে পারস্পরিক বিশ্বাস এবং সহযোগিতা শক্তিশালী হতে পারে।
এছাড়া কূটনৈতিক/আনুষ্ঠানিক পাসপোর্টধারীদের জন্য ভিসা সহজীকরণ, অফিসিয়াল সফর সহজীকরণ, সাংস্কৃতিক ও শিক্ষাগত আদান-প্রদান বাড়ানোর বিষয়ে আলোচনা হতে পারে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের এ সফরে সফরসঙ্গী হিসেবে রয়েছেন মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. রেজাউল করিম এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি মো. জান্নাতুল হাসান।
আমারবাঙলা/এফএইচ