চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে “ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩” এবং “ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিধিমালা, ২০২৪”–এর কার্যকর বাস্তবায়ন বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে আয়োজিত এই সেমিনারে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন। তিনি ভূমি-সংক্রান্ত অপরাধ মোকাবেলায় প্রশাসনের সমন্বিত উদ্যোগ, প্রযুক্তি-নির্ভর সেবা এবং দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের সাবেক চেয়ারম্যান (গ্রেড–১) মোঃ হান্নান মিয়া। তিনি মাঠপর্যায়ে দক্ষ ভূমি ব্যবস্থাপনা, আইনগত কাঠামোকে আরও শক্তিশালী করা এবং নাগরিক সেবাকে সহজীকরণের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁর উপস্থাপনায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের করণীয় ও প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে দিকনির্দেশনামূলক সুপারিশ উঠে আসে।
সেমিনারে উপস্থিত কর্মকর্তারা ভূমি অপরাধ প্রতিরোধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং মাঠ প্রশাসন আধুনিকায়নে সমন্বিত পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দেন।