চট্টগ্রাম মহানগর এলাকায় সক্রিয় একটি প্রতারণা চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি-পশ্চিম)। প্রতারণার কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা এবং ভুক্তভোগীর কাছ থেকে হাতিয়ে নেওয়া নগদ ২০ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে।
ডিবি–পশ্চিমের পুলিশ পরিদর্শক মোহাম্মদ মজিবুর রহমানের নেতৃত্বে টিম–৪১ গত ৯ ডিসেম্বর নগরের বিভিন্ন থানা এলাকায় এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. হিরন (৩৫), মোহাম্মদ আনিস (৪২), মো. সাদেকুর (৫৫), মো. আমির হোসেন (৪৫) এবং শিবু দাশ (৩৩)। পুলিশ বলছে, এদের মধ্যে হিরনকে চক্রের প্রধান হিসেবে শনাক্ত করা হয়েছে।
ডিবি জানায়, চক্রটি সিএনজি অটোরিকশা ব্যবহার করে নির্দিষ্ট এলাকায় ঘুরে ঘুরে সহজ-সরল মানুষদের টার্গেট করত। কখনও চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে, কখনও বিনিয়োগে লাভের প্রতিশ্রুতি দিয়ে কিংবা অন্যভাবে প্রতারণার ফাঁদ পেতে তারা টাকা হাতিয়ে নিত। সাম্প্রতিক এক ঘটনায় একজন ভুক্তভোগীর কাছ থেকে ২০ হাজার টাকা আদায়ের পর ফেরত না দিয়ে চক্রটি গা–ঢাকা দেয়। ঘটনাটি ডবলমুরিং থানা-পুলিশকে লিখিতভাবে জানালে ডিবি অভিযান শুরু করে।
মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, “গ্রেপ্তাররা সংঘবদ্ধভাবে প্রতারণা করত। তারা দীর্ঘদিন ধরে নগরের বিভিন্ন এলাকায় সক্রিয় ছিল। বেশ কয়েকজন ভুক্তভোগী ইতোমধ্যে তাদের বিরুদ্ধে মৌখিকভাবে অভিযোগ করেছেন। প্রয়োজন হলে অতিরিক্ত মামলা যুক্ত হতে পারে।”
পুলিশ বলছে, ঘটনাটি নিয়ে আরও তদন্ত চলছে এবং চক্রটির সঙ্গে জড়িত অন্য কেউ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার করা সিএনজি অটোরিকশা ও টাকা আদালতের মাধ্যমে ভুক্তভোগীর নিকট হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।