চট্টগ্রামের সীতাকুন্ডে বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রসহ ৩ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (৩ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ৩ ডিসেম্বর ২০২৫ তারিখ বুধবার বিকাল ৪টায় কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারি কর্তৃক চট্টগ্রামের সীতাকুন্ড থানাধীন কুমিরা ইউনিয়নের মাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১টি দেশীয় একনলা বন্দুক, ৭টি সীসা কার্তুজ ও ৩টি দেশীয় অস্ত্রসহ ৩ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়।
জব্দকৃত আলামত ও আটককৃত দুষ্কৃতিকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।