খেলা

ইতিহাস গড়ে উইম্বলডনের নতুন রানি সিওটেক

ক্রীড়া ডেস্ক

একেবারে একপেশে এক ফাইনালে ইতিহাস গড়ে প্রথমবার উইম্বলডনের নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন পোল্যান্ডের তারকা ইগা সিওটেক। যদিও এটি তার ষষ্ঠ মেজর গ্র্যান্ড স্ল্যাম ট্রফি। এতদিন কেবল উইম্বলডনটাই বাকি ছিল। অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসিমোভাকে ৬-০, ৬-০ গেমে হারিয়েছেন সিওটেক। ইতিহাসের মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে তিনি প্রতিপক্ষকে ‘ডাবল ব্যাগেল’ উপহার দিয়ে ট্রফি জিতলেন।

সিওটেক-আনিসিমোভার ম্যাচটা স্থায়ী হয়েছে মাত্র ৫৭ মিনিট। এত কম দৈর্ঘ্যের শিরোপা নির্ধারণী লড়াই কমই দেখা যায়। ১১৪ বছর পর উইম্বলডনের ফাইনাল এতটা একতরফাভাবে নিষ্পত্তি হয়েছে। এর আগেও সমান ৬-০, ৬-০ গেমে জয়ের রেকর্ড ছিল অভিজাত এই প্রতিযোগিতায়। ১৯১১ সালে ডরোথি ল্যাম্বার্ট-চ্যাম্বার্স উইম্বলডনের ফাইনালে ডোরা বুথবিকে ৬-০, ৬-০ গেমে হারান। এ ছাড়া সর্বকালের অন্যতম সেরা নারী টেনিস তারকা স্টেফি গ্রাফ ১৯৮৮ সালে ফ্রেঞ্চ ওপেনে নাতাশা জভেরেভাকে ৬-০, ৬-০ গেমে হারিয়ে জেতেন।

গ্র্যান্ড স্ল্যামে এটি ছিল সিওটেকের শততম জয়। যা সেরেনা ‍উইলিয়ামসের (২০০৪, ১১৬ ম্যাচে ১০০) পর সবচেয়ে দ্রুততম ১০০ ম্যাচ (১২০ ম্যাচের মধ্যে) জয় এবং এদিক থেকে তিনি এই মার্কিন কিংবদন্তির পর সর্বকনিষ্ঠ (২৪ বছর ৩০ দিন)। সবমিলিয়ে তিনি পঞ্চম সর্বকনিষ্ঠ। টানা ১৮ গেম জিতে ক্যারিয়ারে ষষ্ঠ গ্র্যান্ড স্ল্যাম ট্রফি উঁচিয়ে ধরলেন সিওটেক। পোল্যান্ডের প্রথম খেলোয়াড় হিসেবেও তিনি উইম্বলডন জয়ের অনন্য কীর্তি গড়লেন।

যদিও প্রথমবার উইম্বলডনের ফাইনাল খেলতে নেমেছিলেন র‌্যাঙ্কিংয়ের এই অষ্টম খেলোয়াড়। প্রথমবার ‘ভেনাস রোজওয়াটার’ নামের ডিশ জিতে সিওটেকের বিশ্বাসই হচ্ছিল না। সেটি হাতে নিয়ে পোলিশ তারকা বলেন, ‘একদমই পরাবাস্তব মনে হচ্ছে। সত্যি বলতে এমন কিছু করার স্বপ্নও দেখিনি। আমার কাছে খুব বেশি মনে হচ্ছে। আগেও গ্র্যান্ড স্ল্যাম জিতেছি, ফলে নিজেকে অভিজ্ঞ ভাবলেও আমি এটা (উইম্বলডন) আশা করিনি। এখানে দারুণ দুটি সপ্তাহ কাটানোর জন্য প্রথমেই আমান্ডাকে অভিনন্দন জানাই। আশা করছি তুমি এখানে আরও অনেক ফাইনাল খেলবে।’

অন্যদিকে, ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে ফাইনালে ‍উঠেছিলেন আমান্ডা আনিসিমোভাও। তিনি বাবা ও কোচকে ২০১৯ সালে হারিয়ে পুরোদমে ভেঙে পড়েছিলেন। থমকে গিয়েছিল তার আমান্ডা ক্যারিয়ারও। পরবর্তীতে আবার মানসিক অবসাদের কারণে ২০২৩ সালে টেনিস থেকে লম্বা বিরতি নেন। ওই ডাব্লিউটিএ র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে ৪০০ এর বাইরে চলে যান এই মার্কিন টেনিস খেলোয়াড়। পরে কোর্টে ফেরেন গত বছর, চলতি আসর শুরু করেন ১৩তম বাছাই হিসেবে।

জনপ্রিয় ও অন্যতম ফেভারিট আরিয়ানা সাবালেঙ্কাকে সেমিফাইনালে হারানো আমান্ডা ফাইনালে হেরে কেঁদেকেটে একাকার হয়েছেন। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে ২৩ বছর বয়সী মার্কিন তারকা বলেন, ‘এখানে আসার জন্য তোমাকে ধন্যবাদ। উড়তে পারবেন না-এমন সংস্কার ঝেঁটিয়ে বিদায় করার জন্যও ধন্যবাদ। আমি অবশ্য এসব কারণে আজ হারিনি! আমি জানি আজ বেশি কিছু করতে পারিনি। তবে পরিশ্রম করে যাব। আশা করছি কোনো একদিন আবারও ফিরতে পারব এখানে।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাদ পড়ার কারণ চোট নয়, দাবি নেইমারের

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ দুটি ম্যাচ সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে...

টি-টোয়েন্টি থেকে অবসরে মিচেল স্টার্ক

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচে...

বিচারকদের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের হাতে থাকবে : হাইকোর্ট

এখন থেকে সারা দেশের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার দায়িত্ব সুপ্রিম কোর্টের হা...

জুলাই সনদে বাস্তবায়ন পদ্ধতি থাকছে না, এ সপ্তাহেই চূড়ান্ত

জুলাই জাতীয় সনদের খসড়া চলতি সপ্তাহের মধ্যে চূড়ান্ত করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য ক...

মসজিদে গিয়ে ধর্ষণের শিকার শিশু, ইমাম আটক

সিলেটের সুনামগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক ও মসজিদের ইমাম রহমত আল...

জিয়ার নামে গাছ রোপন করলেন ‘ক্ষুদে খালেদা’

ক্ষুদে খালেদা জিয়াকে দেখতে উৎসুক জনতার ভিড়। সর্বসাধারণ ও দলীয় নেতাকর্মীদের মা...

মহেশখালী-মাতারবাড়ীতে নতুন শহরের জন্ম হবে : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আশা প্রকাশ করে বলেছেন মহেশখালী-মাতারবা...

লতিফ সিদ্দিকীর জামিনের আবেদন প্রত্যাহার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্...

জামিন মেলেনি সাবেক সিইসি হাবিবুল আউয়ালের

রাজধানীর শেরেবাংলা নগর থানায় অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে ক...

নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ অংশ নিতে পারবে না...

লাইফস্টাইল
বিনোদন
খেলা