নিজস্ব প্রতিবেদক: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। যদি দাম আরও বাড়ে, সে ক্ষেত্রে কৃষিমন্ত্রীর সাথে আলোচনা করে প্রয়োজনে আমদানির উদ্যোগ নেবো।
রোববার (১৫ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী জানান, চলতি সপ্তাহে আমদানি করা ডিম দেশে আসবে। ডিমের বাজার স্থিতিশীল রাখার জন্য ১৫ কোটি ডিম আমদানির ১৫ প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়েছে।
এরমধ্যে ৭ টি প্রতিষ্ঠান এলসি খুলেছে। আশা রাখছি, চলতি সপ্তাহে ডিমের প্রথম চালান দেশে আসবে।
তিনি আরও বলেন, আমদানি করা ডিমের প্রত্যেকটি চালানের জন্য বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। একটি হলো রফতানি কারক দেশের সরকার কর্তৃক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু ভাইরাস ও ক্ষতিকারক ব্যাকটেরিয়ামুক্ত মর্মে সনদ দাখিল করতে হবে।
এ সনদ পেতে আমদানিকারকদের কিছুটা সময় লাগায় ডিম আসতে দেরি হচ্ছে বলে জানান তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা এখনও আলু আমদানির সিদ্ধান্ত নেইনি দেশে আলুর পর্যাপ্ত মজুত রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম বাবলা।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            