খেলা

ব্রাজিল দলে ফিরছেন নেইমার, বাদ ভিনিসিয়ুস

ক্রীড়া ডেস্ক

আগেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। বাছাইপর্বে বাকি আছে মাত্র দুটি ম্যাচ। এই দুই ম্যাচে দল ঝালিয়ে নিতে নামছে সেলেসাওরা। সেখানে ফেরার সম্ভাবনা জেগেছে নেইমারের। তবে বিশ্রামে থাকছেন ভিনিসিয়ুস জুনিয়র।

এখনও আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেনি ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। ২৫ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা। তবে স্থানীয় সংবাদমাধ্যম ‘গ্লোবো’র খবরে জানানো হয়েছে, কোচ কার্লো আনচেলত্তির প্রাথমিক তালিকায় নেইমার জায়গা পেয়েছেন।

অন্যদিকে সেপ্টেম্বরে চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচে ভিনিসিয়ুসকে রাখছেন না কোচ। শোনা যাচ্ছে, বিশ্রাম দিতেই এমন সিদ্ধান্ত। এর বাইরেও শাস্তির কারণে চিলির বিপক্ষে খেলতে পারবেন না ২৫ বছর বয়সী রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড। জুনে প্যারাগুয়ের বিপক্ষে দুটি হলুদ কার্ড দেখায় তিনি নিষিদ্ধ আছেন।

‘গ্লোবো’র প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত যারা প্রাথমিক দলে জায়গা পাওয়ার ব্যাপারে নিশ্চিত হয়েছে তারা হলেন গোলরক্ষক গ্যাব্রিয়েল বারাজো (সান্তোস), ডিফেন্ডার এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), ফুলব্যাক ভিতিনিও (বোতাফোগো) ও পাউলো হেনরিখ (ভাস্কো), মিডফিল্ডার দানিলো (বোতাফোগো) ও মার্কোস আন্তোনিও (সাও পাওলো) এবং ফরোয়ার্ড কাইও হোর্হে (ক্রুজেরিও), নেইমার (সান্তোস) এবং রদ্রিগো (রিয়াল মাদ্রিদ)।

ব্রাজিলের সংবাদমাধ্যমের প্রতিবেদন সত্যি হলে ২২ মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরতে যাচ্ছেন নেইমার। এর আগে সবশেষ তিনি জাতীয় দলে খেলেছিলেন ২০২৩ সালের ১৭ অক্টোবর। এরপর চোট তাকে বারবার ভোগায়। সৌদি আরবের আল হিলালে গিয়েছিলেন, তবে জানুয়ারিতেই চুক্তি বাতিল হয়। শৈশবের ক্লাব সান্তোসে ফিরলেও পুরনো ছন্দে ফেরা হয়নি। গতকাল ভাস্কো দা গামার কাছে সান্তোস ৬-০ গোলে হেরেছে, যা তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ব্যবধানের হার।

এদিকে দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে ১৬ ম্যাচ শেষে ২৫ পয়েন্ট নিয়ে তিনে আছে ব্রাজিল। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে দুইয়ে ইকুয়েডর। সবার ওপরে আছে আর্জেন্টিনা, তাদের সংগ্রহ ৩৫ পয়েন্ট।

আগামী ১ সেপ্টেম্বর রিও ডি জেনিরোর তেরেসোপোলিসে অনুশীলন শুরু করবে ব্রাজিল দল। এরপর ৫ সেপ্টেম্বর মারাকানায় মুখোমুখি হবে চিলির, আর ১০ সেপ্টেম্বর এল আল্টোতে খেলবে বলিভিয়ার বিপক্ষে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে সরিষার বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় এবং সময়মতো বীজ বপনের কারণে মনোহরদীতে সরিষার ফল...

শ্রীমঙ্গলে শীতের তীব্রতা: সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। বৃহস্...

সড়ক সংস্কারের নামে হরিলুটের অভিযোগ, লক্ষ্মীপুরে ঝাড়ু মিছিল ও মহাসড়ক অবরোধ

লক্ষ্মীপুর সদর উপজেলার বটতলী থেকে দত্তপাড়া পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার স...

মৌলভীবাজারে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদানে প্রতিবাদ ও বিক্ষোভ

মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ৮নং জাঙ্গিরাই ওয়ার্ডের ইউপি সদস্য...

নোয়াখালীতে ১৭ মাস পর তোলা হলো ইমতিয়াজের লাশ

নোয়াখালীর চাটখিল উপজেলায় ইমতিয়াজ হোসেন (২২) নামে এক তরুণের লাশ (হাড়গোড়) সতের...

হাসনাত আব্দুল্লাহকে চিনিনা বলা একই আসনের বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে পাল্টে গেছে নির্বাচনী সমীকরণ। এ আসনে বিএনপির মনোন...

ঋণখেলাপি ইস্যুতে কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী নির্বাচন অংশ নিতে পারবেন না

ঋণ খেলাপির তালিকা থেকে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল...

সড়ক সংস্কারের নামে হরিলুটের অভিযোগ, লক্ষ্মীপুরে ঝাড়ু মিছিল ও মহাসড়ক অবরোধ

লক্ষ্মীপুর সদর উপজেলার বটতলী থেকে দত্তপাড়া পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার স...

মনোহরদীতে সরিষার বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় এবং সময়মতো বীজ বপনের কারণে মনোহরদীতে সরিষার ফল...

শ্রীমঙ্গলে শীতের তীব্রতা: সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। বৃহস্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা