ক্রীড়া প্রতিবেদক: বিশ্বকাপে ইতিহাস গড়ল আফগানিস্তান। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারাল রশিদ খান-মুজিবুর রহমানদের দল।
আফগানিস্তানের দেয়া ২৮৫ রানের লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হলো ইংলিশরা। ফলে ৬৯ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের।
রোববার (১৫ অক্টোবর) দিল্লির অরুণ জেটলী স্টেডিমায়ে টস হেরে ব্যাটিং করতে নেমে ৪৯ ওভার ৫ বলে ২৮৪ রান তুলে অলআউট হয়েছে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৮০ রান করেছেন রহমানুল্লাহ গুরবাজ। ইংল্যান্ডের হয়ে ৪২ রানে ৩ উইকেট শিকার করে সেরা বোলার আদিল রশিদ।
জবাবে খেলতে নেমে ৪০ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ২১৫ রান তুলে ইংল্যান্ড। ৬৯ রানের হারে বড় ধাক্কা খেল ইংলিশরা।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            