ছবি-সংগৃহীত
খেলা

বাজে বোলিংয়ে হতাশ অধিনায়ক সাকিব

ক্রীড়া প্রতিবেদক : ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ১৩ তম আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে শুরুতেই উইকেট থেকে সুবিধা নিতে না পারায় বড় ব্যবধানে হারতে হয়েছে মনে করছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

ম্যাচ শেষে সাকিব বলেন, ‘গতকাল রাতে কিছুটা বৃষ্টি হয়েছিলো, এজন্য টস জয়টা ভালো ছিলো। উইকেট পেসারদের জন্য সহায়ক ছিল কিন্তু আমাদের শুরুটা ভাল হয়নি।’

তিনি আরও বলে, ‘আপনি যখন তাদের সুযোগ দিবেন তারা অবশ্যই আপনার উপর আক্রমণাত্মক হয়ে উঠবে। আমরা শেষ ১০ ওভারে ভালো করেছি, কিন্তু ৩৫০ রান তাড়া করা সবসময়ই কঠিন।’

এমন কন্ডিশন সাধারনত বল সুইং করার জন্য আদর্শ। কিন্তু পেসাররা সেটি করতে না পারায় ইংল্যান্ড ওপেনার মালান অনায়াসে রান করে গেছে।

মালানের ক্যারিয়ার সেরা ১০৭ বলে ১৪০ রানের ইনিংসের কল্যাণে ৯ উইকেটে ৩৬৪ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। এত বড় লক্ষ্য নিজেদের ইতিহাসে কখনও তাড়া করতে পারেনি বাংলাদেশ। মূলত ম্যাচের ভাগ্য এখানেই নির্ধারিত হয়ে যায়। ১০ বাকী থাকতে ২২৭ রানে অলআউট হয়ে ১৩৭ রানে বড় ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ।

সাকিব বলেন, ‘আমাদের ভালো পরিকল্পনা ছিল। কিন্তু আমরা সেটা বাস্তবায়ন করতে পারিনি। বল ভালোভাবে সুইং করছিল, সঠিক জায়গায় বোলিং করা এবং মোমেন্টাম ধরা প্রয়োজন ছিলো। কিন্তু তারা একবার মোমেন্টাম পাওয়ার পর তাদের আটকানো কঠিন ছিলো।’

একই উইকেটে কিভাবে বল করতে হবে সেটি দেখিয়েছেন রিচ টপলি। দু’দিকেই বল সুইং করে ৪৩ রানে ৪ উইকেট নেন তিনি। প্রথম স্পেলে ৩ উইকেট নিয়ে ৪৯ রানে বাংলাদেশের চার ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরত পাঠান টপলি। শুরুতেই চাপে পড়ে যাওয়ায় পরবর্তীতে আর ম্যাচে ফিরতে পারেনি টাইগাররা।

নিজেদের পরিকল্পনা কাজে লাগাতে পারেননি বলে স্বীকার করেছেন বাংলাদেশের পেস বোলিংয়ের নেতৃত্ব দেয়া তাসকিন আহমেদ। তিনি বলেন, ‘কন্ডিশন পেস বোলারদের পক্ষে থাকার পরও সেটি আমরা ভালোভাবে কাজে লাগাতে পারিনি, এটি আমাদেরই ব্যর্থতা।’

আউটফিল্ডের বাজে অবস্থার কারণে বোলিং রান আপে সমস্যা হচ্ছিলো তাসকিন ও অন্যান্য বোলারদের। কিন্তু এটিকে অজুহাত হিসাবে দেখতে চান না তাকসিন। কারণ একই পরিস্থিতিতে সাফল্য পেয়েছে ইংল্যান্ডের বোলাররা।

তাসকিন বলেন, ‘আমি এটিকে অজুহাত হিসাবে দাড় করাতে চাই না। আমরা ভালো করতে পারিনি এবং এতটুকুই। তবে আমরা ঘুড়ে দাঁড়ানোর চেষ্টা করবো।’

ডেথ ওভারে শেষ ৬০ বলে ৬৬ রানে ৬ উইকেট নিয়ে দারুনভাবে লড়াইয়ে ফিরেছিলো বাংলাদেশের বোলাররা। কিন্তু ততক্ষণে ম্যাচের লাগাম হাত থেকে বেড়িয়ে যায়।

সাকিব বলে রানটা ৩২০ হলে চেজ করা সম্ভব ছিল। তিনি বলেন, ‘আমার মনে হয় তারা যে অবস্থায় ছিল তাতে তাদের রানটা ৩৮০-৩৯০ রান হতে পারতো। কিন্তু আমরা শেষদিকে তাদের আটকাতে পেরেছি। আমি মনে করি, ৩২০ রান তাড়া করার মত ছিলো।’

প্রথম ম্যাচে আফগানিস্তান ৬ উইকেটে হারিয়ে বিশ^কাপ শুরু করেছিলো বাংলাদেশ। ইংল্যান্ডের কাছে হার আত্মবিশ^াসে ধাক্কা খেলেও আগামী শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো করার ব্যাপারে আশাবাদী সাকিব।

সাকিব বলেন, ‘এটি একটি বড় টুর্নামেন্ট। চেন্নাইয়ে আমাদের একটি কঠিন ম্যাচ আসছে। নিউজিল্যান্ড ভালো ক্রিকেট খেলছে। আমাদের সামনে এগিয়ে যেতে হবে। কাজগুলো সঠিকভাবে করতে হবে এবং একই সাথে ম্যাচে ভালো করতে হবে।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চূড়ান্ত পর্যায়ে জুলাই জাতীয় সনদ, ঐকমত্যের পথে কঠিন বাঁধা

জুলাই গণ-অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে আগামী ৫ আগস্ট ‘জুলাই জাতীয় সনদ&r...

৫ আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র ঘোষণা করবে অন্তর্বর্তীকালীন সরকার: মাহফুজ আলম​​​​​​​

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম নিশ্চিত করেছেন, ৫ আগস্টের মধ্যে...

এবার নিষিদ্ধ হলেন মেসির দেহরক্ষী

কদিন আগে মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির এক ম্যাচ নিষিদ্ধ হওয়া নিয়ে ঘটে...

‘বেকায়দায়’ রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ

বিশ্বের বেশির ভাগ ফুটবলারের স্বপ্ন থাকে রিয়াল মাদ্রিদের হয়ে খেলার। রিয়ালে আসা...

যৌনকর্মী হতে বাধ্য হয়েছিলেন এই নায়িকা

একসময় তাঁর জীবনে আলোর অভাব ছিল না। অভিনয়ে এসেই পেয়ে গিয়েছিলেন বি আর চোপড়ার মত...

তেল আবিব ভুতুড়ে নগরীতে পরিণত হবে : আয়াতুল্লাহ হুঁশিয়ারি

ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তেল আবিব ভুতুড়ে নগরীতে পরিণত হবে বলে হুঁশিয়ারি...

গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে ভয়াবহ আগুন, কাজ করছে ১১ ইউনিট

রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা