সংগৃহীত
জাতীয়

তাজরীন ট্র্যাজেডির এক যুগ: মানবেতর জীবনযাপন ভুক্তভোগীদের

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভারের আশুলিয়ায় তোবা গ্রুপের তাজরীন ফ্যাশনস ট্র্যাজেডির এক যুগ পরও মানবেতর জীবনযাপন করছেন আহত শ্রমিক ও নিহতের স্বজনরা। বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা বলছেন, দেনদরবার, আবেদন, শ্রদ্ধা নিবেদন ও মিডিয়ার প্রতিবেদনেই আটকে আছে ভুক্তভোগীদের পরিণতি। তবে নতুন সরকারের কাছে নতুন করে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি শ্রমিক নেতাদের।

শনিবার (২৩ নভেম্বর) বিকালে তাজরীন ফ্যাশনসে গিয়ে দেখা যায়, ভবনটি পোড়া দাগ নিয়ে ঠাঁই দাঁড়িয়ে আছে। সেই দিনের বিভীষিকাময় ক্ষত চিহ্ন নিয়ে ভবনটির আশেপাশেই বসবাস করছেন আহত শ্রমিকরা। তারা একটু ক্ষতিপূরণ বা পুনর্বাসনের আশায় দিন পার করছেন।

আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় ছোট্ট একটি টঙ চা দোকান চালাচ্ছেন তাজরীন ফ্যাশনসে আগুনের ঘটনায় আহত শ্রমিক ফাতেমা খাতুন। গুরুতর আহত স্বামী রবিন বেপারী গত বছর হৃদরোগে ভুগে মারা যাওয়ার পর সংসারের হাল ধরেছেন তিনি। আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি।

ফাতেমা খাতুন বলেন, আমি এ ছোট্ট চা দোকান দিয়ে টানাটানি করে সংসার চালাচ্ছি। আমার পাশে কেউ নাই। আমাকে দেখার মতন কেউ নাই। কিন্তু এ দোকানের আয় দিয়ে আমার সংসার চলে না।

ফাতেমার মতো রেহেনা আক্তার ও মুক্তা রানীসহ তাজরীন ট্র্যাজিডিতে আহত প্রায় সব শ্রমিকের একই অবস্থা।

রেহেনা আক্তার ও মুক্তা রানী বলেন, আজ ১২ বছর হলো, কেউ আমাদের খোঁজ-খবর রাখে না। শুধু বছর শেষ হলে মিডিয়ার ভাইয়েরা আমাদের খোঁজ করেন। তবু একটাই চাওয়া, আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, সেই সঙ্গে আমাদের জীবনও যেন নতুন করে গড়ে ওঠে।

তাজরীন ফ্যাশনের তিন তলা থেকে লাফ দিয়ে নানা ধরনের শারিরীক সমস্যা নিয়ে দিনাতিপাত করছেন রেহেনা বেগম। তিনি বলেন, আমি তাজরীনের তিন তলায় স্যাম্পলে কাজ করতাম। আগুন লাগা দেখে আমি জানালা দিয়ে লাফ দিয়েছি, নাকি আমাকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে আমার মনে পড়ে না। তবে আমি তিনতলা থেকে পড়ে গিয়ে আমার মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। আমার ঘারের হাড় ফেটে যায়। আমার বোন, বোনের স্বামী, আমার ভাগিনাসহ পরিবারের চার সদস্য তাজরীনের আগুনে পুড়েছে। শুধু আমি বেঁচে আছি। আমাকে আইএলও থেকে শুধু চার লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। কিন্তু কোনো সুচিকিৎসা পাইনি। যে টাকা সহায়তা পেয়েছিলাম সেই টাকা দিয়ে চিকিৎসা করিয়েছি। এ ছাড়া একটি জমি বিক্রি করেও আমার চিকিৎসা করেছি। এখনো আমি অক্ষম। কোনো কাজ করতে পারি না। আমার সন্তানের লেখাপড়া করাতে পারি না, ভালো খাবার দিতে পারি না। অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তি হলেও অন্তত স্বস্তি পেতাম। কিন্তু ঘটনার ১২ বছর অতিবাহিত হলেও এখনো কারো শাস্তি হলো না। আমরা সুচিকিৎসা ও পুনর্বাসন চাই। আমরা ভিক্ষা চাই না।

আহত শ্রমিক নাজমা আক্তার বলেন, আমাদের বিগত সরকার নানা সময়ে পুনর্বাসন ও সুচিকিৎসার আশ্বাস দিয়েছিল। কিন্তু তা বাস্তবায়ন হয়নি। তবে নতুন শ্রম উপদেষ্টা আমাদের ডেকে নিয়ে আশ্বাস দিয়েছেন। খুব দ্রুত আমাদের জন্য কিছু একটা করা হবে বলে জানানো হয়েছে। আমরা দ্রুত আহত শ্রমিকদের পুনর্বাসন ও সুচিকিৎসার দাবি জানাই।

তাজরীনের চার তলায় কাজ করতে রাজবানু। তিনিও শারিরীক নানা সমস্যায় ভুগছেন। দুঃসহ স্মৃতি নিয়ে এখনো বসবাস করছেন। তিনি বলেন, আমরা ঘুরে দাঁড়াতে চেয়েছিলাম। কিন্তু ঘুরে দাঁড়ানোর সুযোগ পর্যন্ত দেওয়া হয়নি। আমরা চিকিৎসা নিয়ে সম্পূর্ণ সুস্থ না হলেও নতুন করে চাকরি নিতে গিয়েছিলাম। কিন্তু কোনো কারখানা কর্তৃপক্ষ আমাদের চাকরি দেয়নি। গেটে গেলে তাজরীনের শ্রমিক বলে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আমরা কোথাও চাকরি পাইনি। সে কারণে ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি। আমরা আগের মতো বাঁচতে চাই, কাজ করে খেতে চাই। আমরা প্রধান উপদেষ্টার কাছে দাবি জানাই, আমাদের যেন পুনর্বাসন ও সুচিকিৎসার ব্যবস্থা করা হয়। যদিও শ্রম উপদেষ্টা আমাদের বিভিন্ন আশ্বাস দিয়েছেন।

ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়া এবং পুনর্বাসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানালেন শ্রমিক সংগঠনের নেতারা।

বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অরবিন্দু বেপারী বিন্দু বলেন, বাংলাদেশের পোশাক খাতের একটি বিভীষিকাময় দিন ২০১২ সালের ২৪ নভেম্বর। এই দিনে আগুনে পুড়ে অঙ্গার হয়েছেন ১১৭ জন ও আহত হয়েছেন অন্তত দুই শতাধিক শ্রমিক। তাদের কোনো ধরনের ক্ষতিপূরণ দেওয়া হয়নি। যা দিয়েছে তা বিভিন্ন সংগঠন থেকে সহযোগিতা মাত্র। সরকারের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি। আমরা চাই প্রতিটি আহত শ্রমিক ও নিহতের পরিবার যেন তাদের ন্যায্য ক্ষতিপূরণ পায়। এ ছাড়া তাজরীনের পরিত্যক্ত ভবনটি সংস্কার করে দ্রুত শ্রমিকদের জন্য একটি হাসপাতাল নির্মাণের দাবি জানাই। যেখানে সকল শ্রমিকের বিনা খরচে চিকিৎসা সেবা দেওয়া হবে। সেই সঙ্গে অগ্নিকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সভাপতি তুহিন চৌধুরী বলেন, নতুন সরকারের কাছে দাবি জানাচ্ছি, যাতে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হয়; খোঁজ-খবর নিয়ে যৌক্তিক ক্ষতিপূরণ নিশ্চিত করা হয়।

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাভার-আশুলিয়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, দেশে এখন নতুন সরকার। এখন দেলোয়ারসহ দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনা ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করার একটা আশা আমরা করতে পারি।

২০১২ সালের ২৪ নভেম্বর তাজরীন গার্মেন্টসে অগ্নিকাণ্ডে ১১৭ পোশাককর্মী প্রাণ হারান এবং আহত হন অন্তত দুই শতাধিক। কারখানাটিতে এক হাজার ১৬৩ জন শ্রমিক কাজ করতেন। তবে দুর্ঘটনার সময় ৯৮৪ জন শ্রমিক কর্মরত ছিলেন। মরদেহ শনাক্ত হওয়ায় ৫৮ জনকে পরিবার ও স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। অন্যদের মরদেহ শনাক্ত না হওয়ায় তাদের জুরাইন কবরস্থানে দাফন করা হয়।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাসের ধাক্কায় হেফাজত নেতার মৃত্যু, চট্টগ্রামে মহাসড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক দুর্ঘটনায় মাওলানা সোহেল চৌধুরী (৫০) নামে এক হেফাজত নে...

শুধু দক্ষিণ এশিয়ায় নয়, বিশ্বে স্বাস্থ্যপ্রযুক্তির ইতিহাস গড়লেন সাকিফ শামীম

দেশের স্বাস্থ্যসেবা খাতে বড় ধরনের একটি পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু...

আমার বাঙলা নিবেদিত ‘কথা সামান্য’ অনুষ্ঠানের এবারের অতিথি অভিনেত্রী প্রিয়া অনন্যা

মানুষের জীবনের প্রতিটি অধ্যায়ের পেছনে থাকে না বলা অনেক গল্প, অনেক না-পাওয়া, প...

ফিফার দুই কমিটিতে তাবিথ ও কিরণ

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার দুটি গুরুত্বপূর্ণ কমিটিতে স্থান পেয়েছে...

রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চলতি বছর রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন জাপানের কিউটো বিশ্ববিদ্যালয়ের সুসুমু ক...

লক্ষ্মীপুরে কানাডা প্রবাসীর বিরুদ্ধে হত্যার হুমকি

লক্ষ্মীপুরে কানাডা প্রবাসী ফিরোজ আলম সবুজের বিরুদ্ধে তার বাবা ও ছোট ভাইকে মোব...

শিবগঞ্জে কৃষকের মাঝে শীতকালীন বীজ-সার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক ১ হাজার ১০০ কৃষকের...

বিশ্ব র‍্যাংকিংয়ে ২০০ ধাপ এগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়

যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (THE) প্রকাশিত...

আমার বাঙলা নিবেদিত ‘কথা সামান্য’ অনুষ্ঠানের এবারের অতিথি অভিনেত্রী প্রিয়া অনন্যা

মানুষের জীবনের প্রতিটি অধ্যায়ের পেছনে থাকে না বলা অনেক গল্প, অনেক না-পাওয়া, প...

এবার বাংলাদেশে আসছেন পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মীর

হানিয়া আমিরের পর বাংলাদেশে আসছেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মীর।...

লাইফস্টাইল
বিনোদন
খেলা