নিজস্ব প্রতিবেদক: ডিএমপি কমিশনার হাবিবুর রহমান জানিয়েছেন, রমজান মাসে ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা রাখা হবে। এ সময় বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাস্তায় ডিএমপির বিশেষ ডিপ্লোমেন্ট থাকবে, যাতে মানুষ ঘরে গিয়ে ইফতার করতে পারে।
সোমবার (১১ মার্চ) দুপুরে রাজধানীর ডিএমপি সদর দফতরে মাহে রমজানের সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা নিয়ে আয়োজিত সমন্বয় সভার পর এ কথা জানান তিনি।
হাবিবুর রহমান জানান, রমজানে মানুষ যেন বাসায় গিয়ে প্রিয়জনের সাথে ইফতার করতে পারেন, সে লক্ষ্যে ট্রাফিক পুলিশের পাশাপাশি ক্রাইম বিভাগও কাজ করবে। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আমাদের বিশেষ ব্যবস্থা থাকবে।
এ সময় রাস্তায় আমাদের বিশেষ ডিপ্লোমেন্ট থাকবে। যাতে মানুষ ঘরে গিয়ে ইফতার করতে পারে। এছাড়া মার্কেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের সাথে সমন্বয় করে কাজ করবে আমাদের ট্রাফিক ও ক্রাইম অফিসাররা।
ডিএমপি কমিশনার আরও জানান, কেউ কৃত্রিম উপায়ে ও কারসাজি করে দ্রব্যমূল্য বাড়ালে তাদের বিরুদ্ধে অন্যান্য সংস্থার সাথে কাজ করবে পুলিশ।
গাড়ি পার্কিংয়ের বিষয়ে তিনি বলেন, অবৈধভাবে কেউ রাস্তায় গাড়ি পার্কিং করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
হাবিবুর রহমান বলেন, রমজান মাসে আমাদের বেশ কয়েকটি চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে সব বড় চ্যালেঞ্জ হচ্ছে ট্রাফিক। ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য পুলিশ কাজ করছে। ট্রাফিক নিয়ন্ত্রণে নগরবাসীর সচেতনতা ও সহযোগিতা দরকার।
তিনি বলেন, যারা গাড়ি ব্যবহার করছেন, যারা গাড়িতে চড়ছেন ও যারা রাস্তার আশপাশে ব্যবসা করছেন, তাদের সহযোগিতা দরকার। না হলে ৩০৬ বর্গকিলোমিটার জায়গার ভেতরে যেখানে সোয়া ২ কোটি লোক বসবাস করে, সেখানে পুলিশ রাতারাতি ট্রাফিক সমস্যা সমাধান করে দিতে পারবে না।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            