ছবি: সংগৃহীত
জাতীয়

আনসার সদস্যদের জন্য বাড়তি ৪৪৬ কোটি টাকা বরাদ্দ চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনসার ও ভিডিপি সদস্যদের জন্য অস্ত্র, গোলাবারুদ ও ইউনিফর্ম (পোশাক) কিনতে বাড়তি ৪৪৬ কোটি টাকা চেয়ে অর্থ মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এরমধ্যে অস্ত্র ও গোলাবারুদের জন্য ১৯১ কোটি টাকা এবং ইউনিফর্মের জন্য ১৯৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

নির্বাচনকে কেন্দ্র করে আনসার-ভিডিপির প্রায় ৫ লাখ ৮৫ হাজার সদস্যের জন্য নিরাপত্তা সামগ্রী কিনতে ৩১ কোটি টাকা এবং মোটরযান কিনতে ২৮ কোটি টাকা ব্যয় হবে বলে ১০ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আনসারের অস্ত্র ও গোলাবারুদ, পোশাক, নিরাপত্তা সামগ্রী, মোটরযান ও প্রশিক্ষণের জন্য ২০৩ কোটি টাকা বরাদ্দ রয়েছে।

আগের প্রস্তাব ও অনুমোদন

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এর আগে গত ৬ আগস্ট জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আনসার সদস্যদের জন্য সরঞ্জাম কিনতে ৬৮৭ কোটি টাকা চেয়ে প্রস্তাব পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে অর্থ মন্ত্রণালয় তখন অস্ত্র ও গোলাবারুদ কিনতে মাত্র ২৭ কোটি টাকা অনুমোদন দিয়ে বাকি প্রস্তাব ফেরত পাঠায়।

অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আগস্টের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছিল নির্বাচন উপলক্ষে প্রয়োজনীয় বরাদ্দ নির্বাচন কমিশনের অনুকূলে আছে। প্রয়োজনীয় ব্যয়ের জন্য কমিশনের বরাদ্দ থেকে অর্থ নিতে বলা হয়।

এরপর ৯ সেপ্টেম্বর স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণির সভাপতিত্বে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অর্থ সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব ও সংশ্লিষ্ট অধিদপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন। সেখানে বাড়তি বরাদ্দের বিষয়ে আলোচনা হয় এবং অর্থ সচিব নীতিগতভাবে সম্মতি দেন। এর ভিত্তিতেই নতুন করে ৪৪৬ কোটি টাকা বরাদ্দের আবেদন জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

নির্বাচনের প্রস্তুতি জোরদার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমভাগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী নির্বাচন কমিশন নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করেছে এবং জানিয়েছে, আগামী ডিসেম্বরের প্রথমভাগে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

এই প্রেক্ষাপটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয় মাঠ প্রশাসন সাজানোসহ প্রয়োজনীয় প্রশিক্ষণ ও প্রস্তুতি শুরু করছে।

আনসারের জন্য বাড়তি বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাতীয় নির্বাচনে সারাদেশে ৪৫ হাজার ভোটকেন্দ্র থাকবে। এসব কেন্দ্রে ও প্রিসাইডিং অফিসারদের নিরাপত্তায় ১ লাখ ৩৫ হাজার আনসার সদস্য এবং ৪ লাখ ৫০ হাজার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। তাদের অস্ত্র, গোলাবারুদ, পোশাক, নিরাপত্তা সামগ্রী ও মোটরযানের জন্য নিয়মিত বরাদ্দের বাইরে অতিরিক্ত অর্থ প্রয়োজন।

অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘আইন-শৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ ও সরঞ্জাম কেনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নামে বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশনের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২,০৮০ কোটি টাকা।’

তিনি আরও যোগ করেন, ‘নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে অর্থ মন্ত্রণালয় কী ধরনের সহযোগিতা করতে পারে, সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনের অর্থ বরাদ্দ দিতে কোনো কার্পণ্য করবে না সরকার।’

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কুষ্টিয়ায় ৮১ কিলোমিটার এলাকায় বিজিবির তৎপরতা

সাম্প্রতিক ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠে...

একই স্থানে সূর্যোদয়–সূর্যাস্ত দেখার অপার সৌন্দর্যের দ্বীপ রাঙ্গাবালী

পটুয়াখালীর সমুদ্রবেষ্টিত দ্বীপ উপজেলা রাঙ্গাবালী যেন লুকিয়ে থাকা এক টুকরো স...

শহীদ বুদ্ধিজীবীদের প্রকৃত সংখ্যা আজও নির্ধারণ হয়নি: মিজানুর রহমান

পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের বুদ্ধিবৃত্তিক ভিত্তিকে ধ্বংস করেছে উল্লেখ কর...

শ্রীমঙ্গলে ‘হারমোনি উৎসব’ স্থগিত 

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রী...

বিজয় দিবস উদযাপনে চট্টগ্রাম মহানগর বিএনপির প্রস্তুতি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর বিএনপি মহান বিজয় দিবস উদযাপনের জন্...

ধানমণ্ডি ৩২-এ টাঙানো হলো মওলানা ভাসানী, ওসমান হাদির ছবি

রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়িতে টাঙানো হয়েছে মওলা...

ভোরের আলোতেই জাতীয় স্মৃতিসৌধে জনসমাগম, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

ভোরের আলো ফোটার আগেই ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে জড়ো হতে থাকেন নানা বয়সী মা...

বিজয় দিবসে আকাশে পতাকা, সর্বাধিক প্যারাস্যুটিং রেকর্ড বাংলাদেশের

মহান বিজয় দিবসকে স্মরণীয় করে রাখতে পতাকা হাতে প্যারাস্যুটিংয়ের মাধ্যমে নতুন এ...

নোয়াখালীতে বিস্ফোরক মামলায় আ.লীগ সভাপতি গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পু...

মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ ও শহিদ মিনারে সিএমপির শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষ্যে মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে চ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা