বিশেষজ্ঞদের নিয়ে সংসদীয় আসনের সীমানা পুনরায় নির্ধারণে বিশেষায়িত কারিগরি কমিটি নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকারের নেতৃত্বাধীন কমিটির কাছে সুপারিশ জমা দিয়েছে। কারিগরি কমিটির এই সুপারিশে সংসদীয় আসনের সীমানা সংশোধন করার বিষয়ে বলা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) নির্বাচন কমিশনের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক সমকালকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘আমরা আজকে কমিশনারের নেতৃত্বাধীন কমিটিকে প্রতিবেদন দিয়েছি। সীমানা নির্ধারণ আইন অনুযায়ী আমরা বিদ্যমান ৩০০টি সংসদীয় আসনের সীমানা নিয়ে যাচাই-বাছাই করেছি। আইন অনুযায়ী পর্যালোচনা করে আমরা কারিগরি কমিটির প্রতিবেদন দিয়েছি।’ তবে কত আসনে পরিবর্তন আসছে, এ বিষয়ে জানতে চাইলে তিনি কিছুই বলেননি।
ইসিতে মোট ৭৯টি আসনের সীমানা পুনরায় নির্ধারণে ছয় শতাধিক আবেদন জমা পড়ে। পরে বিষয়টি নিয়ে সুপারিশ তুলে ধরতে সাত সদস্যের বিশেষায়িত কারিগরি কমিটি গঠন করে দেয় নির্বাচন কমিশন।
সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হককে আহ্বায়ক করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন, ভূগোলবিদ মো. মোস্তাফিজুর রহমান, মানচিত্রকর কে এইচ রাজিমুল করিম, তথ্যপ্রযুক্তিবিদ মোশিউর রহমান রিমু, নগর পরিকল্পনাবিদ ড. ফারহানা আহমেদ, পরিসংখ্যানবিদ হিফজুর রহমান এবং নির্বাচন সহায়তা-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. দেলোয়ার হোসেন।
এর আগে সীমানা নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, ভৌগোলিক অবস্থা এবং অবস্থান, প্রশাসনিক সুবিধা, যাতায়াত ব্যবস্থা, পাশাপাশি নির্বাচন কমিশনের এখতিয়ার আছে সেটাকে এড করে তারপর সীমানা পুনরায় নির্ধারণ করতে হবে।
আমারবাঙলা/ জিজি
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            