ছবি: সংগৃহীত
জাতীয়
একাত্তরের মানবতাবিরোধী অপরাধ

মানবতাবিরোধী অপরাধ মামলায় খালাস পেলেন ব্রাহ্মণবাড়িয়ার মোবারক

নিজস্ব প্রতিবেদক

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় খালাস পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মো. মোবারক হোসেন।

বুধবার (৩০ জুলাই) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় ঘোষণা করেন। ১১ বছর আগে দেওয়া দণ্ডাদেশের রায় বাতিল করে মোবারকের করা আপিল মঞ্জুর করে তাঁকে খালাস দেওয়া হয়।

মোবারকের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও ইমরান এ সিদ্দিক। রাষ্ট্রপক্ষে ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

এই মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মোবারককে ২০১৪ সালের ২৪ নভেম্বর মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিল। পাঁচটি অভিযোগের মধ্যে দুটি প্রমাণিত হওয়ায় একটিতে মৃত্যুদণ্ড এবং অন্যটিতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

২০১৪ সালের ১৮ ডিসেম্বর ট্রাইব্যুনালের এ রায়ের বিরুদ্ধে আপিল করেন মোবারক। দীর্ঘ শুনানি শেষে চলতি মাসের ২২ জুলাই আপিল বিভাগের বেঞ্চ রায়ের জন্য ৩০ জুলাই দিন ধার্য করে।

এদিন সকাল পৌনে ১১টার দিকে রায় ঘোষণা করে আপিল বিভাগ। এতে ট্রাইব্যুনালের দেওয়া দণ্ডাদেশ বাতিল করে মোবারককে সব অভিযোগ থেকে খালাস দেওয়া হয়।

মোবারকের আইনজীবীরা জানান, মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করে খালাস পাওয়ার ঘটনা এটাই প্রথম।

ট্রাইব্যুনালের দেওয়া রায়ে বলা হয়েছিল, মুক্তিযুদ্ধের সময় মোবারক জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং পরে আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন।

রায়ের পর জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান বলেন, '১ নম্বর অভিযোগে মৃত্যুদণ্ড ও ৩ নম্বরে যাবজ্জীবন কারাদণ্ড ছিল। আজ দুই অভিযোগেই খালাস পেয়েছেন মোবারক। ট্রাইব্যুনালের রায় বাতিল করা হয়েছে। অন্য কোনো মামলা না থাকলে তাঁর কারামুক্তিতে আর বাধা নেই।'

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজি, নোমানসহ ২ নারী গ্রেফতার

উত্তরায় ‘সমন্বয়ক পরিচয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে নোমানসহ ২ নারীক...

জাকসুর ভিপি জিতু, জিএস মাজহারুল

অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্...

নির্বাচনের আগেই সংবিধান সংস্কার 

সাংবিধানিক সংস্কার কার্যকরে আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের আগেই জুলাই জাত...

এখন ইয়ামাল মায়ের মুখে শুধু হাসিই দেখেন

সাক্ষাৎকারে ফুটবল ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবনের কিছু দিকও সামনে এনেছে...

হিজাব পরায় মাঠে হেনস্থার শিকার হয়েছিলেন খাজার মা!

ভারতের বিপক্ষে সর্বশেষ বোর্ডার-গাভাস্কার ট্রফির সবগুলো ম্যাচই ছিল উত্তেজনায় ঠ...

ডিজিটাল অর্থনীতিতে তরুণদের অংশগ্রহণে বাড়ছে প্রবৃদ্ধির গতি

গত এক দশকে বাংলাদেশের অর্থনীতি এক অবিশ্বাস্য রূপান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে...

রাস্তা অবরোধ করার অধিকার কারো নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ইস্যুকে কেন্দ্র করে রাস্তা অবরোধের ঘট...

শহীদ রফিক হত্যা: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিব গ্রেপ্তার

মানিকগঞ্জের শিবালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ রফিক হত্যা মামলার অন্যত...

কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর তার সামনে স্বামীকে হত্যা, ঘাতক আটক

কক্সবাজার শহরের উত্তরণ আবাসিক এলাকায় এক চাকমা যুবককে জবাই করে হত্যার পর তার স...

সোনা চোরাচালানে জড়াচ্ছেন বিমানের ক্রুরা, ‘লঘু শাস্তিতে’ রেহাই

আকাশপথে সোনা চোরাচালান চক্রে জড়াচ্ছেন রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা