সংগৃহীত
রাজনীতি

এখন সংলাপের সুযোগ নেই

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংলাপের সুযোগ নেই এখন।

বুধবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের জানায়, জাতীয় পার্টির যদি এজ হুল বা তারা কেউ কেউ আওয়ামী লীগের সঙ্গে থাকতে না চায়, এটা তাদের নিজেদের সিদ্ধান্তের ব্যাপার। আমরা জোর করে তো কাউকে আমাদের সঙ্গে টেনে আনছি না। তাদের সিদ্ধান্তের ব্যাপার এটা, ব্যক্তিগতভাবেও তাদের ব্যাপার।

যদি বিএনপি শর্তগুলো প্রত্যাহার করে, আপনারা কি চিন্তা করবেন, সংলাপ করবেন কি করবেন না? এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এখন আর সেটা নিয়ে চিন্তা নেই। আগে সেটা ছিল, সে সময় চলে গেছে।

তাহলে কী সংলাপ হচ্ছে না, এ প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, আমি কীভাবে সে কথা বলব? এভাবে কোনো পলিটিকাল পার্টি কোনোদিনও, কোনো ডেমোক্রেটিক পলিটিকাল পার্টি ডেমোক্রেসির প্র্যাকটিস করে যারা, তারা সংলাপ চায় না। এমন কথা বলতে পারে না। তবে একটা সময় আছে। আজ ইলেকশনের ডেট ডিক্লেয়ার হবে, আপনি কবে সংলাপ করবেন, সে কথা আমি বলছি।

বর্তমান পরিস্থিতিতে আপনি বলছেন সংলাপ সম্ভব নয়। এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের জানান, এখন সংলাপের আর কোনো সুযোগ নেই।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নির্বাচনি প্রচারণায় মিরপুরে বিজিবি মোতায়েন, কঠোর নজরদারি

ঢাকার মিরপুর এলাকায় নির্বাচনি প্রচারণা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশে...

ভারতকে চোখ রাঙিয়ে বিশ্বকাপ বয়কট করল বাংলাদেশ

ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত চূড়ান্তভাব...

নির্বাচন সামনে রেখে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী ১১ ফেব্রুয়ারি (বুধবার) সারাদে...

আইসিসির আলটিমেটামের আগে ইতিবাচক সিদ্ধান্ত নেবে বাংলাদেশ: আকাশ চোপড়া

টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা...

রাস্তায় পিটিয়ে মেরে ফেলা হলো অটোরিকশাচালককে, নীরব দর্শকরা

চট্টগ্রাম নগরে প্রকাশ্য রাস্তায় লাঠি দিয়ে পিটিয়ে এক অটোরিকশাচালককে হত্যা করা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা