ছবি-সংগৃহীত
ঐতিহ্য ও কৃষ্টি

আজ পূণ্যলগ্ন শুভ মহালয়া

নিজস্ব প্রতিবেদক: আজ হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পূণ্যলগ্ন শুভ মহালয়া। মহালয়া দুর্গোৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ। কারণ এ দিন থেকেই দেবীপক্ষের শুরু হয়। অর্থাৎ আজ থেকেই দুর্গা পূজার ক্ষণ গণনাও শুরু হলো।

সৌর আশ্বিনের কৃষ্ণপক্ষের নাম মহালয়। মহালয় থেকে এসেছে মহালয়া কথাটি। এর অর্থ পরমাত্মা, বৃহৎ আলয়। দুর্গোৎসবের ৩ টি গুরুত্বপূর্ণ পর্বের একটি হচ্ছে মহালয়া। অন্য ২ টি- বোধন ও সন্ধিপূজা।

শনিবার (১৪ অক্টোবর) ভোরে চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দূর্গাকে মর্ত্যে আসার আমন্ত্রণ জানানো শুরু হয়েছে।

হিন্দু ধর্মে বলা হয়, মহালয়ায় দেব-দেবীরা দুর্গা পূজার জন্য নিজেদের জাগ্রত করেন। এ দিন সূর্যোদয়ের সময় মন্দিরে চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবীকে আবাহন করা হয়। এছাড়া গঙ্গা তীরে ভক্তরা তাদের মৃত আত্মীয়-পরিজন ও পূর্ব-পুরুষদের আত্মার সদগতি প্রার্থনা করেন।

আজ ভোর ৬ টায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দির মেলাঙ্গনে মহালয়া উপলক্ষে কেন্দ্রীয় পূজা মণ্ডপে চণ্ডীপাঠ করে দেবীকে আহ্বান জানানো হয়েছে। সেই সাথে মূল অনুষ্ঠান হিসেবে ঘট স্থাপন করে ফুল, তুলসী ও বেলপাতা দিয়ে পূজাও সম্পন্ন করা হয়।

এ দিন সকাল ৯ টায় মহালয়া উপলক্ষে ত্রিভঙ্গচরণ ব্রহ্মচারীর চণ্ডীপাঠের সাথে সমবেত কণ্ঠে ইয়াচণ্ডী অর্চনা ও সকাল ১১ টা পর্যন্ত বিশেষ পূজা হবে।

আগামী ২০ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে ৫ দিনের দুর্গোৎসবের আনুষ্ঠানিক সূচনা ঘটবে। সনাতন পঞ্জিকা অনুযায়ী, দেবী দূর্গা এবার ঘোড়ায় চড়ে স্বর্গলোক থেকে মর্ত্যলোক আসবেন। দেবী বিদায়ও নেবেন ঘোড়ায় চড়ে, যার ফল হচ্ছে ফসল ও শস্যহানি।

২৪ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জানায়, এ বছর সারা দেশে ৩২ হাজার ৪০৮ টি মণ্ডপে দুর্গা পূজা হবে। গত বছর ৩২ হাজার ১৬৮ টি মণ্ডপে পূজা হয়েছিল, অর্থাৎ এবার ২৪০ টি পূজা বেড়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সড়ক, স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান থেকে বঞ্চিত মৌলভীবাজার-১ আসনের মানুষ

মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার-১ আসন। প্রায় সাড়ে তিন...

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনিশ্চয়তা কী বলছে বিসিসিআই

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচনা মাত্র কয়েকদিন দূরে। ৭ ফেব্রুয়ারি থেকে ভার...

পরিবর্তনের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি : ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ এখন...

নির্ধারিত সময়ের আগেই সরকারি বাসা ছেড়েছি: আসিফ মাহমুদ

সরকারি বাসা ছাড়েননি—এমন অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান কর...

বাজি ধরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধ,নোয়াখালীতে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাজি ধরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে মো. আরিফ হ...

গুম ‘মৃত্যুর চেয়েও ভয়াবহ’: বিচারপতি মঈনুল

গুমকে গুরুতর মানবাধিকার লঙ্ঘন হিসেবে উল্লেখ করে একে ‘মৃত্যুর চেয়েও ভয়াব...

ভোলায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ১৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোলা-২ আসনের বোরহানউদ্দিন উপজেলায় ন...

ঘুম থেকে উঠেই আল্লাহর নাম না নিয়ে তার নামে সমালোচনা করে বেড়াচ্ছে:মির্জা আব্বাস

ঘুম থেকে উঠেই আল্লাহর নাম না নিয়ে তার নামে সমালোচনা করে বেড়াচ্ছে বলে।’&...

যুক্তরাষ্ট্রে আবারও ‘শাটডাউন’

তহবিল আইন প্রণয়ন সংক্রান্ত জটিলতার জেরে মাত্র তিন মাসের ব্যবধানে শনিবার (৩১ জ...

নির্বাচনে সারা দেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা নিশ্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা