শ্রীলঙ্কার একটি বিদ্যুৎ উপকেন্দ্রে বানরের ‘হানায়’ পুরো দেশ অন্ধকারে পতিত হয়েছিল। রবিবার (৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সরকারি কর্মকর্তারা জানান, রাজধানী কলম্বোর দক্ষিণে একটি বিদ্যুৎ উপকেন্দ্রে হানা দেয় একটি বানর। এতে পুরো দেশে বিদ্যুৎ বিপর্যয় দেখা যায়। এরপর তিন ঘণ্টা পার হলেও বিদ্যুৎ সরবরাহব্যবস্থা স্বাভাবিক করতে পারেনি কর্তৃপক্ষ।
শ্রীলঙ্কার জ্বালানিমন্ত্রী কুমারা জয়াকোদি সাংবাদিকদের বলেন, আমাদের বিদ্যুৎ সরবরাহের ট্রান্সফরমারের সংস্পর্শে আসে একটি বানর। এতে করে বিদ্যুৎ সরবরাহব্যবস্থা ভারসাম্যহীন হয়ে পড়ে। এ ঘটনার পর প্রকৌশলীরা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন। শিগগিরই বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফিরবে।
সোশ্যাল মিডিয়ায় মানুষ ঘটনাটি নিয়ে মজা করার পাশাপাশি কর্তৃপক্ষের সমালোচনা করেছে। এক্সে একজন ব্যবহারকারী মারিও নওফাল লিখেছেন, ‘কলম্বোর একটি সাবস্টেশনে সম্পূর্ণ বিপর্যয় ঘটানোর পর একটি দুর্বৃত্ত বানর শ্রীলঙ্কার পুরো বিদ্যুৎ সরবরাহ ভেঙে দিয়েছে।’ তিনি আরো বলেন, ‘একটি বানর = সম্পূর্ণ বিশৃঙ্খলা। অবকাঠামো পুনর্বিবেচনা করার সময় এসেছে?’
স্থানীয় সংবাদপত্র ডেইলি মিররের প্রধান সম্পাদক জামিলা হুসেন লিখেছেন, ‘শুধুমাত্র শ্রীলঙ্কায় বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে একদল বানর ঢুকে দ্বীপব্যাপী বিদ্যুৎ বিভ্রাট ঘটাতে পারে।’
সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে, সংবাদপত্রটি বলেছে ইঞ্জিনিয়াররা বছরের পর বছর ধরে সরকারকে বিদ্যুৎ গ্রিড আপগ্রেড করার জন্য সতর্ক করে আসছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিনিয়র ইঞ্জিনিয়ারের উদ্ধৃতি দিয়ে এটি জানিয়েছে, ‘জাতীয় বিদ্যুৎ গ্রিড এতটাই দুর্বল অবস্থায় রয়েছে যে, আমাদের যেকোনো একটি লাইনে সমস্যা হলে ঘন ঘন দ্বীপজুড়ে বিদ্যুৎ বিভ্রাট হতে পারে।’ ২০২২ সালে অর্থনৈতিক সংকটের সময় শ্রীলঙ্কা ব্যাপকভাবে বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হয়েছিল।
আমারবাঙলা/এমআরইউ
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            