আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের কান্দাহারে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ মার্চ) দেশটির একটি হাসপাতালের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন, হামলায় ২১ জন নিহত ও প্রায় ৫০ জন আহত ব্যক্তিকে এই অঞ্চলের সবচেয়ে বড় মিরওয়াইস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে তালেবান সরকার নিহতের সংখ্যা ৩ জন বলে জানিয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সময় সকাল ৮টার দিকে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি ব্যাংকে আত্মঘাতী হামলা চালানো হয়। ওই সময় দেশটির সরকারি চাকরিজীবীরা লাইনে দাঁড়িয়ে বেতন সংগ্রহ করছিলেন।
কান্দাহার হল তালেবানদের ক্ষমতার কেন্দ্র, তাদের সর্বোচ্চ কমান্ডারের ঘাঁটি। ২০২১ সালে বিদেশি সৈন্য প্রত্যাহারের সাথে তালেবান সম্পূর্ণ নিয়ন্ত্রণ পাওয়ার পর থেকে আফগানিস্তানের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলেও, প্রতি বছর দেশটিতে কয়েক ডজন বোমা হামলা এবং আত্মঘাতী হামলা অব্যাহত রয়েছে।
তাদের মধ্যে অনেকেই আফগানিস্তানের হাজারা জাতিগত সংখ্যালঘুদের লক্ষ্যবস্তু করেছে এবং ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ, বা আইএসকেপি, তথাকথিত ইসলামিক স্টেট গ্রুপের আঞ্চলিক সহযোগী, তালেবানের একটি প্রধান প্রতিদ্বন্দ্বী দাবি করেছে।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            