রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে, তবে একজন পালিয়ে গেছে। সোমবার (৩ মার্চ ২০২৫ রাজবাড়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদিপুর গ্রামের আব্দুল খালেক শেখের ছেলে রনি শেখ (২৮)। তবে রনি শেখের বাবা আব্দুণ খালেক শেখ পালিয়ে যায়। আব্দুল খালেক শেখের বিরুদ্ধে মাদক আইনে ৮টি মামলা চলমান রয়েছে। রনি শেখ ও পলাতক আব্দুল খালেক শেখের কাছ থেকে: ১০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অন্যদিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বড়চর বেনিনগর থেকে শাহিদা বেগম নামে (৬০) একজনকে একশ গ্রাম গাজাসহ গ্রেপ্তার করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সে একই এলাকার আজিজ শেখের স্ত্রী।
আমারবাঙলা/ইউকে
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            