গাজীপুর মহানগরীর গাছা থানার কুনিয়া মধ্যপাড়া এলাকায় বিএনপির এক নেতার নেতৃত্বে মার্কেট দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মার্কেট মালিক রাশিদা সরকার বাদী হয়ে মো. ইব্রাহিম সরকার সবুজ, মো. সাত্তার, মো. আলমাস ও মো. বাছেতকে অভিযুক্ত করে গাছা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগের বিষয়টি অভিযুক্তরা জানার পর গত মঙ্গলবার রাতে স্থানীয় বিএনপির নেতা মির্জা শফিকুল ইসলাম তার দলবল নিয়ে লেহাজ উদ্দিন সরকার মার্কেটটি দখল নিতে দেয়াল নির্মাণ শুরু করে বলে অভিযোগ উঠেছে।
খবর পেয়ে গাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয়। উভয়পক্ষের জমির মালিকানা কাগজপত্র নিয়ে থানায় আসতে বলা হয়। এতে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগ সূত্রে জানা যায়, রাশিদা সরকারের স্বামী হাজী মো. লেহাজ উদ্দিন সরকার আব্দুল হামিদ গং থেকে গত ০৬/০৫/১৯৯৮ইং তারিখ ৭৭২২ নম্বর দলিল মূলে গাজীপুর সদর অধীন ১৪৮ নম্বর মহাল অর্ন্তগত ১০৬ নম্বর কুনিয়া মৌজা স্থিত সিএস ৫৯ নং, এস, এ ১৩৯ নং, আর এস ২৩৫নং খতিয়ানভুক্ত ১৩৪৯নং জোত সাবেক ২৭১ নং দাগ হালে ৩৯১ নম্বর দাগে ১০১ শতাংশের কাতে ২০ শতাংশ জমি ক্রয় করিয়া মার্কেট ও গোডাউন নির্মাণ করে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছে। এর মধ্যে গত ৬ মাস ধরে বিবাদীরা দফায় দফায় মার্কেটটি দখলের পাঁয়তারা করে আসছে বলে মার্কেটের মালিক অভিযোগ করেন।
এ ব্যাপারে গাছা থানা ওসি আলী মোহাম্মদ রাশেদ বলেন, মার্কেট মালিকের অভিযোগ পেয়ে ঘটনাস্থলের পুলিশ পাঠিয়ে দেয়াল নির্মাণ কাজ বন্ধ রাখতে বলেছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে মুঠোফোনে জানতে চাইলে অভিযুক্ত গাজীপুর মহানগর বিএনপির ৩৭ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি মির্জা শফিকুল ইসলাম বলেন, বায়নাসূত্রে আমি এই জমির মালিক। ব্যস্ততা দেখিয়ে আর কিছু বলতে রাজি হননি তিনি।
আমারবাঙলা/জিজি
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            