প্রতিনিধি
সারাদেশ

মাদারীপুরে রেস্তোরাঁ মালিক সমিতির উপর বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মাদারীপুর প্রতিনিধি

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির উপর বর্ধিত ১৫ ভাগ ভ্যাট ও ১৩ ভাগ সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে মাদারীপুরে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) বেলা ১১ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি মাদারীপুর জেলা শাখা।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি মাদারীপুর জেলা শাখার সভাপতি কে. এম হাবিবুর রহমান, রেস্তোরা মালিক শরিফুল ইসলাম মাসুদ, মনজুর হোসেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেস্তোরা মালিক রুবেল মুন্সী, লিপু আবরার, মিরাজ হোসেন, রেজাউল করিম সরদার, রনজিৎ, প্রল্লাদ সহ স্থানীয় রেস্তোরাঁর প্রায় দুই শতাধিক মালিক, শ্রমিক-কর্মকর্তা-কর্মচারী।

এসময় বক্তারা বলেন, বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী রেস্তোরাঁ ব্যবসার ওপর ৫ শতাংশ থেকে বর্ধিত ভ্যাট ১৫ শতাংশ করা হচ্ছে এবং সম্পূরক শুল্ক (এসডি) নামে পূর্বে আরও একটি ১০ শতাংশ করের বোঝা সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। যদি বর্ধিত ভ্যাট ১৫ শতাংশ ও সম্পূরক শুল্ক (এসডি) ১০ শতাংশ করা হয় তবে সাধারণ ভোক্তাকে মোট ২৫ শতাংশ কর দিতে হবে। এ অবস্থায় ভোক্তার কাছ থেকে কোনো ভাবেই এই ২৫ শতাংশ বাড়তি কর আদায় করা সম্ভব হবে না। তাই অবিলম্বে রেস্তোরাঁর উপর বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবি জানান বক্তারা। মানববন্ধন শেষে মালিক সমিতির নেতৃবৃন্দ মাদারীপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

আমার বাঙলা/ ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হাসনাত আব্দুল্লাহকে চিনিনা বলা একই আসনের বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে পাল্টে গেছে নির্বাচনী সমীকরণ। এ আসনে বিএনপির মনোন...

ঋণখেলাপি ইস্যুতে কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী নির্বাচন অংশ নিতে পারবেন না

ঋণ খেলাপির তালিকা থেকে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল...

সড়ক সংস্কারের নামে হরিলুটের অভিযোগ, লক্ষ্মীপুরে ঝাড়ু মিছিল ও মহাসড়ক অবরোধ

লক্ষ্মীপুর সদর উপজেলার বটতলী থেকে দত্তপাড়া পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার স...

মনোহরদীতে সরিষার বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় এবং সময়মতো বীজ বপনের কারণে মনোহরদীতে সরিষার ফল...

শ্রীমঙ্গলে শীতের তীব্রতা: সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। বৃহস্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা