ছবি-সংগৃহীত
সারাদেশ

সাতক্ষীরায় ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলছে

কাজী রিপন, সাতক্ষীরা: ডেঙ্গু রোগীর সংখ্যা সাতক্ষীরা সরকারি হাসপাতালে বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় রেকর্ড পরিমাণ ২২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এটাই এ পর্যন্ত হাসপাতালে একদিনে ভর্তিকৃত সর্বোচ্চ ডেঙ্গু রোগী।

গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ৪৯৪ জন ভর্তি হয়েছে। এর মধ্যে ১ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত প্রথম সাত মাসের রোগী ছিলো ১৪৯ জন।

গত আগস্ট মাসে রোগী ভর্তি হয় ২৩০ জন। আর সেপ্টেম্বর মাসে ১ থেকে ১৩ তারিখ পর্যন্ত ১২১ জন।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন কলারোয়ায় ৬ জন তালায় ৪ জন এবং সাতক্ষীরা সদরে ৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

গত আগস্ট মাসে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন ৫ জন। উন্নত চিকিৎসার জন্য এ পর্যন্ত খুলনা সহ অন্যত্র স্থানান্তর করা হয়েছে ৩৬ জন। বর্তমানে হাসপাতালে রয়েছে ৪৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০৪ জন।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের প্রতিদিন প্রেরিত সাতক্ষীরা বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীর ভর্তি সংক্রান্ত প্রতিবেদন পর্যালোচনা করে জানা যায় জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মোট ভর্তিকৃত রোগীর সংখ্যা ছিল ১৪৯ জন।

সেই সংখ্যা আগস্ট মাসে এসে দাঁড়ায় ২২৫ জনে। অর্থাৎ আগস্টে প্রতিদিন ভর্তি রোগীর সংখ্যা ৭. ৩০ জন। সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে সেই সংখ্যা ১০.৬৫ জনে দাঁড়িয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এনসিপির গোপালগঞ্জ কমিটি থেকে নাম প্রত্যাহারের অনুরোধ ব্যবসায়ীর

কমিটি ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে ফেসবুকে পোস্ট দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

ইমামবাড়াতে ভক্তদের মাতম

হিজরি সনের মহররম মাস এলেই কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী লংলা অঞ্চলের ইমামবাড়াগুল...

মুরাদনগরে গণপিটুনিতে তিনজনকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামে মাদক ব্যবসার অভিযোগ এনে মা ছেলে ও...

দেশজুড়ে অভিযানে এসএমজিসহ গ্রেপ্তার ১৫৪২

দেশজুড়ে অভিযান চালিয়ে এক হাজার ৫৪২ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের...

এডিস মশার প্রজননস্থল ধ্বংসে ডিএসসিসির অভিযান

ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে এবং জনসচেতনতা বাড়াতে পরিচ্ছন্নত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা