নাটোরের লালপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাবা ও মেয়ে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন শিশুটির মা ও প্রাইভেটকার চালক।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১০টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের উপজেলার গোধড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-বগুড়া সদরের কইতলা এলাকার শাহরিয়ার শাকিল ও তার শিশুকন্যা সুমাইরা আক্তার।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, যশোর থেকে বগুড়াগামী দ্রুতগতির একটি প্রাইভেটকার ওই মহাসড়কে ব্যাটারিচালিত একটি ভ্যানকে রক্ষা করতে গিয়ে সড়কে পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই বাবা ও মেয়ের মৃত্যু হয়।
এ সময় কন্যাশিশুর মা আয়শা আক্তার রুমী ও প্রাইভেটকার চালক আহত হন। গুরুতর আহত প্রাইভেটকার চালককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমারবাঙলা/জিজি
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            