সংগৃহিত
জাতীয়

১৫ বছরে দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সম্প্রচার ও তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত আজ বলেছেন, গত ১৫ বছরে দেশের সবচেয়ে বড় উন্নয়ন হল জনগণের দৃষ্টিভঙ্গির ব্যাপক পরিবর্তন কারণ, তারা এখন একসময়ের অসম্ভবকে সম্ভব করতে পারে।

গুলশানে সংস্কারকৃত শহীদ ড. ফজলে রাব্বি পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ গত ১৫ বছরে অভূতপূর্ব উন্নয়ন করেছে। সবচেয়ে বড় উন্নয়ন হলো মানুষের মানসিকতার ব্যাপক পরিবর্তন।’

তিনি আরও বলেন, ‘আমরা এখন বড় স্বপ্ন দেখতে পারি এবং আমাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারি। এ দৃষ্টিকোণ থেকে সরকার সফলভাবে ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়নের পর ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার নতুন রূপকল্প ঘোষণা করেছে।’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. এসএম নাজমুল ইমাম।

এছাড়া ডিএনসিসির সংরক্ষিত ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমেনা বেগম, নিকেতন সোসাইটির সভাপতি ডা. এম এ বাশার, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম, শহীদ ফজলে রাব্বির ছেলে ওমর রাব্বি ও ডিএনসিসির ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমান বক্তব্য রাখেন।

প্রতিমন্ত্রী বলেন, একসময় দেশের অধিকাংশ মানুষ বিশ্বাস করতে পারত না যে সরকার দেশীয় তহবিল দিয়ে পদ্মা সেতু নির্মাণ করতে পারবে কিন্তু আওয়ামী লীগ সরকার তা সম্ভব করেছে।

তিনি বলেন, ‘একসময় মানুষ বিশ্বাস করতে পারত না যে ১০০ শতাংশ বিদ্যুৎ কভারেজ নিশ্চিত করা যেতে পারে। মানুষ বিশ্বাস করতে পারত না যে মেট্রো-রেল সফলভাবে নির্মিত হতে পারবে। এগুলো এখন বাস্তবতা। যখন বড় কাজ করা হয়, এগুলো সাহস জোগায়, মানসিকতার পরিবর্তন ঘটায়।’

ফজলে রাব্বি পার্কের বিভিন্ন পরিবেশ-বান্ধব বিষয় বর্ণনা করে আরাফাত উদ্যানটিকে সুন্দরভাবে সংস্কার এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের লক্ষ্যে শহীদ ডা. ফজলে রাব্বির নামে এর নাম রাখায় উদ্যোক্তাদের ধন্যবাদ জানান।

পরে ডিএনসিসি মেয়র ও প্রতিমন্ত্রী পার্ক প্রাঙ্গণে একটি ফলক উন্মোচন করে সংস্কারকৃত পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং অন্য অতিথিদের নিয়ে পার্ক প্রদক্ষিণ করেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমিতে ‘অ্যাডোলেন্স’-এর জয়জয়াকার

বাংলাদেশ সময় সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঘোষণা করা হলো ৭৭তম এমি অ্যাওয়ার্ডস।...

রাকসু নির্বাচনে কার কী প্যানেল

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনের এ পর্যন্ত নয়টি প্...

লন্ডনে বাংলাদেশি মাকে ‘বর্ণবাদী’ মন্তব্য, ছেলের ওপর হামলা

লন্ডনে হামলার শিকার হয়েছেন এক বাংলাদেশি তরুণ। তরুণের ভাষ্য, তাঁর হিজাব পরা মা...

হাত না মেলানো : ভারতের ব্যাখ্যা, পাকিস্তানের প্রতিবাদ

আগা সালমান-শাহিন আফ্রিদিরা হয়তো সেটা ভেবেই মাঠে দাঁড়িয়ে ছিলেন। অপেক্ষায় ছিলেন...

বিপৎসীমা ছাড়িয়ে গেছে তিস্তার পানি

টানা কয়েক দিনের ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তার পানি আব...

বাংলাদেশ স্কাউটস্ এ সংস্কারের আড়ালে গঠনতন্ত্র পরিপন্থী কাজের দায় কার?

গত ১১ তারিখে বাংলাদেশ স্কাউটস এর বর্তমান এডহক কমিটির আহবায়ক ও সদস্য সচিবকে য...

গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল: জাতিসংঘের তদন্ত কমিশন

গাজার ফিলিস্তিনিদের বিরুদ্ধে জাতিগত নিধন চালাচ্ছে ইসরায়েল। জাতিসংঘের একটি স্...

ডেঙ্গু রোগীদের চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা

ডেঙ্গু রোগীদের চিকিৎসা আরও সুশৃঙ্খল করতে সরকারি হাসপাতালগুলোকে নতুন নির্দেশনা...

ক্রীড়া পরিদপ্তরে দুদকের অভিযান

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি প...

এক লাফে ট্যারিফ বাড়ল গড়ে ৪০ শতাংশ

বন্দর ব্যবহারকারীদের আপত্তি উপেক্ষা করেই নতুন ট্যারিফের প্রজ্ঞাপন জারি করা হয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা