ব্যক্তিগত জীবনের একটি অধ্যায় নীরবে শেষ করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। আইনজীবী সানাউল্লাহ নূর সাগরের সঙ্গে তাঁর দাম্পত্য জীবনের অবসান ঘটেছে—এ তথ্য সম্প্রতি নিজেই নিশ্চিত করেছেন শিল্পী।
২০১৮ সালে পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে তাঁদের বিয়ে হয়। প্রায় সাত বছর একসঙ্গে থাকার পর গত ২৯ নভেম্বর দুজনের বিচ্ছেদ সম্পন্ন হয়েছে বলে জানান সালমা। এ বিষয়ে খুব বেশি কথা বলতে অনিচ্ছুক তিনি। সংক্ষেপে শুধু বলেন,
হ্যাঁ, আমাদের বিচ্ছেদ হয়েছে। এর বেশি কিছু বলতে চাই না।”
বিচ্ছেদের পর সামনে কী ভাবছেন এমন প্রশ্নে সালমার উত্তর ছিল স্পষ্ট। তিনি জানান, এখন ব্যক্তিগত বিষয় নয়, তাঁর একমাত্র মনোযোগ গান।
এই মুহূর্তে শুধু ভালো গান করতে চাই। নিজেকে কাজে ব্যস্ত রাখতে চাই, বলেছেন তিনি।
অন্যদিকে, সানাউল্লাহ নূর সাগরও সামাজিক যোগাযোগমাধ্যমে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করে জানান, পারস্পরিক বোঝাপড়ার অভাব এবং চিন্তা-ভাবনার ভিন্নতার কারণেই তাঁদের এই সিদ্ধান্ত। তিনি উল্লেখ করেন, সম্মান ও সৌহার্দ্য বজায় রেখেই সম্পর্কের ইতি টানা হয়েছে এবং বিষয়টি নিয়ে নেতিবাচক আলোচনা না করার অনুরোধ জানান সবার প্রতি।
উল্লেখ্য, সংগীতাঙ্গনে সালমার পথচলা শুরু হয় ‘ক্লোজআপ ওয়ান—তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার দ্বিতীয় আসরে বিজয়ের মাধ্যমে। এরপর দীর্ঘদিন ধরেই নিয়মিত গান করে শ্রোতাদের মাঝে নিজের অবস্থান ধরে রেখেছেন তিনি।
এর আগেও তাঁর ব্যক্তিগত জীবনে বিচ্ছেদের অভিজ্ঞতা রয়েছে। ২০১১ সালে শিবলী সাদিকের সঙ্গে তাঁর বিয়ে হলেও সেই সংসারের সমাপ্তি ঘটে ২০১৬ সালে।
জীবনের নানা বাস্তবতার মধ্য দিয়েও গানকে সঙ্গী করেই সামনে এগোতে চান সালমা এমনটাই স্পষ্ট তাঁর বর্তমান অবস্থান থেকে।
আমারবাঙলা/এসএবি