ছবি: সংগৃহীত
বিনোদন

হ্যাঁ, আমাদের বিচ্ছেদ হয়েছে’ গানেই মন দিতে চান: সালমা

আমার বাঙলা ডেস্ক

ব্যক্তিগত জীবনের একটি অধ্যায় নীরবে শেষ করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। আইনজীবী সানাউল্লাহ নূর সাগরের সঙ্গে তাঁর দাম্পত্য জীবনের অবসান ঘটেছে—এ তথ্য সম্প্রতি নিজেই নিশ্চিত করেছেন শিল্পী।

২০১৮ সালে পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে তাঁদের বিয়ে হয়। প্রায় সাত বছর একসঙ্গে থাকার পর গত ২৯ নভেম্বর দুজনের বিচ্ছেদ সম্পন্ন হয়েছে বলে জানান সালমা। এ বিষয়ে খুব বেশি কথা বলতে অনিচ্ছুক তিনি। সংক্ষেপে শুধু বলেন,
হ্যাঁ, আমাদের বিচ্ছেদ হয়েছে। এর বেশি কিছু বলতে চাই না।”

বিচ্ছেদের পর সামনে কী ভাবছেন এমন প্রশ্নে সালমার উত্তর ছিল স্পষ্ট। তিনি জানান, এখন ব্যক্তিগত বিষয় নয়, তাঁর একমাত্র মনোযোগ গান।

এই মুহূর্তে শুধু ভালো গান করতে চাই। নিজেকে কাজে ব্যস্ত রাখতে চাই, বলেছেন তিনি।

অন্যদিকে, সানাউল্লাহ নূর সাগরও সামাজিক যোগাযোগমাধ্যমে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করে জানান, পারস্পরিক বোঝাপড়ার অভাব এবং চিন্তা-ভাবনার ভিন্নতার কারণেই তাঁদের এই সিদ্ধান্ত। তিনি উল্লেখ করেন, সম্মান ও সৌহার্দ্য বজায় রেখেই সম্পর্কের ইতি টানা হয়েছে এবং বিষয়টি নিয়ে নেতিবাচক আলোচনা না করার অনুরোধ জানান সবার প্রতি।

উল্লেখ্য, সংগীতাঙ্গনে সালমার পথচলা শুরু হয় ‘ক্লোজআপ ওয়ান—তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার দ্বিতীয় আসরে বিজয়ের মাধ্যমে। এরপর দীর্ঘদিন ধরেই নিয়মিত গান করে শ্রোতাদের মাঝে নিজের অবস্থান ধরে রেখেছেন তিনি।

এর আগেও তাঁর ব্যক্তিগত জীবনে বিচ্ছেদের অভিজ্ঞতা রয়েছে। ২০১১ সালে শিবলী সাদিকের সঙ্গে তাঁর বিয়ে হলেও সেই সংসারের সমাপ্তি ঘটে ২০১৬ সালে।

জীবনের নানা বাস্তবতার মধ্য দিয়েও গানকে সঙ্গী করেই সামনে এগোতে চান সালমা এমনটাই স্পষ্ট তাঁর বর্তমান অবস্থান থেকে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে বেগম খালেদা জিয়ার জানাজা

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সাবেক প্রধানমন্...

রাতভর টহলে ট্যুরিস্ট পুলিশ, নিরাপদ কক্সবাজারে স্বস্তিতে পর্যটকরা

থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতে আগত দেশি-বিদেশি পর্যটকদের...

খালেদা জিয়ার জানাজা বুধবার, দাফন হবে শহীদ জিয়ার সমাধিতে

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আগাম...

মৌলভীবাজার-৪ আসনে নির্বাচনী মাঠে পিতা ও পুত্র

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ–শ্রীমঙ্গ...

মৌলভীবাজারে চারটি আসনে ৩১ জনের মনোনয়নপত্র দাখিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে মৌলভীবাজার জেলার চারটি স...

 মনোহরদীতে দোয়া ও মোনাজাত, কালো ব্যাজ ধারণ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে সারা...

চিরনিদ্রায় সমাহিত করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে চিরনিদ্রায় সমাহিত...

মরহুমা কারও থেকে ঋণ নিয়ে থাকেলে আমার সঙ্গে যোগাযোগ করবেন: তারেক রহমান

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম...

আশ্রয়ন প্রকল্পে অভিযান, চারটি এয়ারগান উদ্ধার র‍্যাবের

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলাধীন কামদপুর আশ্রয়ন প্রকল্পের ঝোপে অভিযান চালিয়েছে...

খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে ঢাকায় পাকিস্তানের পার্লামেন্ট স্পিকার

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজাকে ঘিরে আন্ত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা