নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ সংসদ নির্বাচনে নবনির্বাচিত জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। তারা একসাথে সমস্বরে স্পিকারের সাথে শপথবাক্য পাঠ করেছেন।
বুধবার (১০ জানুয়ারি) বেলা সোয়া ১২ টায় জাতীয় সংসদ ভবনের নিচতলার শপথকক্ষে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। তাদের শপথ-বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শপথের পর নবাগত এমপিরা স্পিকারের সামনে শপথ ফরমে স্বাক্ষর করেন। পরবর্তীতে তাদের রেজিস্ট্রারে স্বাক্ষর করতে বলা হয়।
এর আগে আওয়ামী লীগের নব-নির্বাচিত এমপিরা শপথ নেওয়ার পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র হিসেবে বিজয়ী সংসদ সদস্যরা শপথ নেন।
গত ৭ জানুয়ারি সারা দেশে একযোগে ২৯৯ আসনে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২৯৮ আসনের ফল বেসরকারিভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির তালিকা অনুযায়ী, নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে ২৯৮ আসনের মধ্যে আওয়ামী লীগ ২২২ আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠ লাভ করে। নির্বাচনে জাতীয় পার্টি ১১ এবং ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টি একটি করে আসনে নির্বাচিত হয়। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ৬২ টি আসনে জয়লাভ করেন।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            