লক্ষ্মীপুরে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।
সোমবার (২৬ মে) বিকেল ৪ টায় জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে উপজেলা পরিষদের হল রুমে আহতদের মাঝে চেক বিতরণ করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ানের সঞ্চালনায় এ সময় আহতদের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, জুলাই আন্দোলনে যারা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য সরকারের পক্ষ থেকে আর্থিক সম্মাননা দেওয়া হয়েছে আর আমরা তা আহতদের মাঝে পৌঁছে দিয়ে দায়িত্ব পালন করছি। জেলার আহত সি ক্যাটাগরিতে ২৮৬ জনকে চেক তুলে দেওয়া হবে। যারা অনুপস্থিত রয়েছেন তারা পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করে চেক নিয়ে যেতে পারবেন বলেও জানান তিনি।
আমারবাঙলা/ইউকে
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            