আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের আকরনে স্থানীয় সময় রোববার (২ জুন) ভোরে একটি জন্মদিনের পার্টিতে গুলির ঘটনায় একজন নিহত ও অন্তত ২৪ জন আহত হয়েছে।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, কেলি স্ট্রিট এবং অষ্টম অ্যাভিনিউর কাছে ঘটনাস্থল থেকে কয়েক ডজন বুলেটের খোসা ও একটি বন্দুক উদ্ধার করেছে পুলিশ।
আকরন পুলিশ বিভাগ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়নি।
আকরন পুলিশ প্রধান ব্রায়ান হার্ডিং বলেছেন, ‘গোয়েন্দাদের ধারণা, একটি গাড়িতে থাকা কেউ একজন পার্টিগামীদের উপর গুলি চালায় এবং অনুষ্ঠানে উপস্থিত কেউ পাল্টা গুলি চালিয়েছিল।’
বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে আকরন পুলিশ বলেছে, ‘অন্তত ২৫ জনকে গুলি করা হয়েছে, যাদের মধ্যে একজন নিহত হয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
আকরনের মেয়র শাম্মাস মালিক এবং পুলিশ প্রধান ব্রায়ান হার্ডিং সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ বিবৃতিতে দিয়ে অপরাধীদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন।
যৌথ বিবৃতিতে তারা বলেন, ‘আমাদের শহর বিবেকহীন সহিংসতার ধ্বংসলীলার পরে ছটফট করছে। দুই ডজনেরও বেশি ভুক্তভোগীর ব্যথা ও ট্রমা আজ পুরো আকরন জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে, যখন আমরা এর উত্তর খুঁজছি।’
বন্দুক হামলার তথ্য দিয়ে সহযোগিতার জন্য স্থানীয় বাসিন্দাদের অনুরোধ জানিয়েছে অ্যাকরণ কর্তৃপক্ষ। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও আশ্বস্ত করা হয়েছে।
যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘আরও সহিংসতা ও প্রতিশোধ প্রতিরোধ করার জন্য আমাদের আপনার কথা বলা দরকার। নগর সরকার ও আকরন পুলিশ বিভাগ আমাদের এক নম্বর উদ্বেগ হিসাবে জননিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া অব্যাহত রাখবে। কারণ আমরা আমাদের সম্প্রদায়ে বন্দুক সহিংসতা বন্ধ করার লক্ষ্য রাখি।’
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            