মহান বিজয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। এ উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে চট্টগ্রাম জেলার বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাজির আহমেদ খাঁনের নেতৃত্বে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি সম্মান জানান। এরপর পুলিশ সুপারসহ উপস্থিত কর্মকর্তাবৃন্দ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
১৬ ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম, অগণিত ত্যাগ ও বীরত্বপূর্ণ লড়াইয়ের মধ্য দিয়ে অর্জিত হয় আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা। মহান বিজয় দিবস আমাদের গৌরবময় ইতিহাসের স্মারক এবং স্বাধীনতার চেতনাকে নতুন করে শাণিত করার প্রেরণা।
চট্টগ্রাম জেলা পুলিশ মহান বিজয় দিবসের এই দিনে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বীর শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
আমারবাঙলা/এনইউআ