বিনোদন

মহাকুম্ভমেলার মোনালিসাকে এবার দেখা যাবে বলিউডে

বিনোদন ডেস্ক

এ মুহূর্তে মহাকুম্ভমেলার ভাইরাল-কন্যা মোনালিসা ভোঁসলে। এ মেলা বদলে দিয়েছে তার জীবন। তার ছবি এখন নেটদুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে। মধ্যপ্রদেশের দরিদ্র পরিবারের এ ষোড়শী মেয়েটি গ্রামের অন্যদের সঙ্গে মেলায় গিয়েছিল মালা বিক্রি করতে। এর পরেই সামাজিক মাধ্যমে তিনি ভাইরাল।

এই ষোড়শীর চোখের মায়ায় বুঁদ পুরো দেশ। এই খ্যাতির বিড়ম্বনায় নাকি মালাই বিক্রি হচ্ছিলো না তার। তাই মেলা ছেড়ে চলে গেছেন বাড়িতে। সে কারণে ভাইরাল-কন্যা মোনালিসার ব্যবসা এখন লাটে উঠেছে। সেই সঙ্গে বদলে যাচ্ছে তার জীবনও। তবে যা হয় সবই নাকি ভালোর জন্য হয়। অবশেষে বলিউড ইন্ডাস্ট্রি থেকে সিনেমার প্রস্তাব পেলেন মোনালিসা।

পাথরের মালা বিক্রেতা এ ষোড়শী সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়ার পরপরই দক্ষিণী বিনোদন দুনিয়া থেকে সিনেমার ডাক পেয়েছিলেন। স্বয়ং পুষ্পাখ্যাত সুপারস্টার আল্লু অর্জুন ‘পুষ্পা ৩’-এ তাকেই নাকি নায়িকা হিসেবে পেতে চান, যা এখন পুরোনো খবর। যদিও সবটাই মৌখিক।

তবে জানা গেছে দক্ষিণী নয়; ডাক এসেছে বলিউড থেকেই। ছবির নাম ‘দি ডায়েরি অফ মণিপুর।’ পরিচালক সনোজ মিশ্র, যিনি এর আগে ‘দি ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ বানিয়ে শিরোনামে আসতে চেয়েছিলেন।

আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, পরিচালক সনোজ মিশ্র ইতোমধ্যে মধ্যপ্রদেশের খরগোন জেলার মাহেশ্বর গ্রামে মোনালিসার বাড়ি গিয়ে ছবির প্রস্তাব দিয়েছেন। সেই ছবি সনোজই সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন।

ধারণা করা হচ্ছে, আগামী ফেব্রুয়ারি মাসে শুটিং শুরু করবেন পরিচালক। তবে মোনালিসা বা তার পরিবারের সঙ্গে কী কথা হয়েছে, তা জানাতে চাননি সনোজ। মুখে কুলুপ মোনালিসার পরিবারেরও।

এর আগে ২০২৩ সালে সনোজের পরিচালনায় ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’-এর বিরুদ্ধে বাংলার ভাবমূর্তি এবং সম্প্রীতি নষ্টের অভিযোগ উঠেছিল। এই মর্মে সেই বছর মে মাসে কলকাতার আমহার্স্ট স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই ছবি অবশ্য এ রাজ্যে মুক্তিই পায়নি।

উল্লেখ্য, মোনালিসা অনেক দিন ধরেই নর্মদার তীরে কিলাঘাটে ফুলের মালা বিক্রি করে আসছিলেন। কিন্তু মহাকুম্ভমেলায় এবার প্রয়াগরাজে সে নিয়ে গিয়েছিল পুতির মালার পসরা। সেখানেই কিছু ব্লগারের নজরে পড়ে যায় ষোড়শী মেয়েটি। শুরু হয় তার সঙ্গে ছবি তোলার পালা। পরিস্থিতি এমনই পর্যায়ে পৌঁছায় যে মোনালিসার মুখ ওড়নায় ঢেকে তাকে সরিয়ে নিয়ে যেতে বাধ্য হন পরিবারের লোকজনরা। পরে তাকে মেলার বিক্রিবাটা ফেলে চলে যেতে হয় নিজের বাড়ি।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রসুন ক্ষেতে মুরগি যাওয়াকে কেন্দ্র করে কুষ্টিয়ায় চাচাতো ভাইয়ের হাতে খুন

কুষ্টিয়ায় রসুন ক্ষেতে মুরগি ঢোকাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে হাফিজুল...

কুষ্টিয়া ও দৌলতপুর সীমান্তে ২ কোটি ৬১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ

কুষ্টিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে বি...

নিরাপত্তার শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নারায়ণগঞ্জ প্রার্থী

নিরাপত্তাজনিত শঙ্কার কারণে আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নার...

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ পুলিশ সদস্য নিহত

কুষ্টিয়ায় ছবি তুলতে গিয়ে সড়ক দুর্ঘটনায় পাবনা জেলায় কর্মরত ডিএসবি’র ইন্স...

মহান বিজয় দিবসে শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা

আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূ...

১১০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিল চসিক

বীর মুক্তিযোদ্ধারাই জাতির শ্রেষ্ঠ সন্তান বলে মন্তব্য করেছেন সিটি কর্প...

চট্টগ্রামে মাদক ও ছিনতাই চক্রের সাত সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের একটি দল অভি...

চট্টগ্রামে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা

মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসন, চট্টগ্রামের উদ্যোগে আজ সোমবার (১৬ ডিসেম্...

মহান বিজয় দিবসে বান্দরবান পুলিশের সাংস্কৃতিক সন্ধ্যা

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস–২০২৫ উদ্‌যাপন উপলক্ষ্যে বান্দরবান পার্...

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বান্দরবান জেলা পুলিশের প্রীতিভোজ

মহান বিজয় দিবস–২০২৫ উদ্‌যাপন উপলক্ষ্যে অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্ত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা