বিনোদন

বিশ্ব ঘুরে এবার বাংলাদেশে ‘রিকশা গার্ল’

বিনোদন প্রতিবেদক

২০১৯ সালে শুরু হয়েছিল ‘রিকশা গার্ল’ ছবির কাজ। এর পর বিশ্বের ৩০টির বেশি চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রদর্শিত হয়েছে। কোথাও পুরস্কৃতও হয়েছে। ২০২২ সালে যুক্তরাষ্ট্রের ১৮ রাজ্যের ৫২টি শহরে দেখানো হয় রিকশা গার্ল। ‘বিশ্বভ্রমণ’ শেষে এবার বাংলাদেশের দর্শক ছবিটি দেখার সুযোগ পাচ্ছেন। অমিতাভ রেজা পরিচালিত ছবিটি গতকাল শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। আগে একাধিকবার ছবিটি মুক্তির কথা শোনা গেলেও নানা কারণে শেষ পর্যন্ত মুক্তি দেওয়া যায়নি। এত বছর পর ছবিটি যে অবশেষে মুক্তি পাচ্ছে, তাতে অভিনয়শিল্পী, প্রযোজক ও পরিচালক-সবাই একদিকে যেমন আনন্দিত, তেমনি আবার তাদের মন কিছুটা খারাপও।

মিতালি পারকিন্সের একই নামের উপন্যাস থেকে নির্মিত হয়েছে ‘রিকশা গার্ল’। পরিচালক অমিতাভ রেজা চৌধুরী রিকশাচিত্রের কল্পনাপ্রবণ জগৎকে এই চলচ্চিত্রে নাঈমার শিল্পীসত্তার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। শিল্পমনা নারী নাঈমাকে ঘিরে ‘রিকশা গার্ল’ ছবির গল্প তৈরি হয়েছে। সে ছবি আঁকতে পছন্দ করে। সংসারের একমাত্র উপার্জনক্ষম বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শুরু হয় নাঈমার লড়াই। ছবি এঁকে যেহেতু পয়সা মেলে না, তাই রিকশা নিয়ে রাস্তায় বের হয় ও। কীভাবে তার স্বপ্ন পূরণ করবে নাঈমা!

নাঈমা চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। পরিচালক জানান, নাঈমা চরিত্র ঘিরে তার যে প্রত্যাশা ছিল, তার চেয়ে অনেক ভালো অভিনয় করেছেন নভেরা। তাকে মাত্র চার মাস বয়সে প্রথম টেলিভিশনের পর্দায় দেখা যায়। বাংলাদেশ টেলিভিশনের দূরে কোথাও নাটক দিয়ে তার পথচলা শুরু। অভিনয়শিল্পী মা মোমেনা চৌধুরী বাংলাদেশের নাটকে পরিচিত এক নাম। কানাডায় অর্থনীতি ও থিয়েটার বিষয়ে পড়াশোনা করেছেন নভেরা। দুই বছর আগে লন্ডনের একটি বিশ্ববিদ্যালয় থেকে প্রযোজনায় স্নাতকোত্তর করেছেন। এ মুহূর্তে সেখানকার একটি বিজ্ঞাপনী সংস্থায় কাজ করছেন। তবে দেশে আসা-যাওয়ার মধ্যে থাকেন। কাজ করেছেন রুবাইয়াত হোসেনের ‘মেড ইন বাংলাদেশ’ (বাংলাদেশে শিমু নামে মুক্তি পায়) সিনেমায়। তার অভিনীত প্রথম সিনেমা মান্নান হীরার ‘৭১-এর ক্ষুদিরাম’। এর বাইরে বেশ কয়েকটি নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।
নভেরা রহমান গত বৃহস্পতিবার বলেন, ‘খুবই ভালো লাগছে যে বাংলাদেশের গল্পটা বাংলাদেশের মানুষ অবশেষে দেখবে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ছবিটি যখন প্রিমিয়ার হয়, তখন দেখেছিলাম।’ ছোটবেলা থেকে অভিনয় করলেও নভেরার মতে, ‘আমি মনে করি, অভিনয়টা ছোটবেলায় ভালো পারতাম না। একটু বড় হয়ে কলেজে যাওয়ার পর যখন থিয়েটার নিয়ে পড়াশোনা করেছি, তখন একটু উন্নতি হয়।’

মায়ের সঙ্গেও অভিনয় করেছেন নভেরা, যেমনটা রিকশা গার্ল ছবিতেও করেছেন।
তিনি বলেন, ‘চম্পা আপার সঙ্গে প্রথমবার কাজের অভিজ্ঞতা অনেক আরামদায়ক ছিল। উনি যে মাপের অভিনয়শিল্পী, আমরা তো শুরুতে একটু ভয়ে ভয়ে ছিলাম। কিন্তু তিনি খুবই অমায়িক একজন মানুষ। শুটিং সেটে আমাকে অনেক সহযোগিতা করেছেন।’

‘রিকশা গার্ল’ দিয়ে দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন একসময়ের জনপ্রিয় নায়িকা চম্পা। ছবিতে তিনি রিকশা গ্যারেজের মালিক মরিয়মের চরিত্রে অভিনয় করেছেন। গত বৃহস্পতিবার দুপুরে জানান, গত বুধবার দুপুরে জানতে পারেন যে ছবিটি মুক্তি পাচ্ছে।

তিনি বলেন, ‘আমার চোখে অমিতাভ রেজা একজন অসাধারণ পরিচালক। তার কয়েকটি নির্মাণ আমি দেখেছি। তিনি যখন আমাকে তার ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন, গল্প শুনেই রাজি হই। আমার কাছে মনে হয়েছে, চরিত্রটা ছোট হোক, তাতে কী, একজন গুণী পরিচালক ও তার একটি স্বপ্নের প্রজেক্টের সঙ্গে থাকতে তো পারলাম।’

চম্পা জানান, মরিয়ম চরিত্রের জন্য ১০ দিন ঢাকার বাইরে শুটিং করেছেন। শুটিংয়ের অভিজ্ঞতাও তার কাছে দারুণ ছিল। তিনি বলেন, ‘অমিতাভ রেজাকে আমার কাছে খুবই পারফেকশনিস্ট মনে হয়েছে। অনেক গোছানো পরিবেশে কাজ করেন।’

২০১৯ সালের ৯ ফেব্রুয়ারি পাবনায় ছবিটির শুটিং শুরু হয়। ঢাকার কবিরপুর ফিল্ম সিটি, সদরঘাট, তেজগাঁও, গুলশান হয়ে ছবিটির শুটিং যখন শেষ হয়, তত দিনে সে বছরের এপ্রিল মাস শেষ। এত লম্বা সময় পর ছবি মুক্তি পেলে সেটার আবেদন একটু কমে যায়, মনে করছেন অভিনয়শিল্পী চম্পা ও নভেরা। পরিচালক অমিতাভ রেজারও একই মত।

তবে শেষমেশ ছবিটি যে বাংলাদেশে মুক্তি পাচ্ছে, তাতেই তারা খুশি। অমিতাভ রেজা গতকাল দুপুরে জানান, মুক্তির আগে ব্যস্ত সময় কাটছে। প্রেক্ষাগৃহে ছবিটি পাঠানোর কাজে ব্যস্ত তিনি। সন্ধ্যায় অমিতাভ জানান, এখন পর্যন্ত দেশের ১৩ প্রেক্ষাগৃহে রিকশা গার্ল মুক্তি চূড়ান্ত হয়েছে।

ছবি মুক্তির আগে বাংলাদেশের রিকশাচিত্র ও রিকশাশিল্পীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রকাশ করা হয়েছে ‘কোন লাটাইয়ে উড়বা ঘুড়ি’ গানটি। শারমিন সুলতানা সুমি ও গাউসুল আলমের লেখা, চিরকুট ব্যান্ডের সুর ও সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন সুমেল চৌধুরী।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চূড়ান্ত পর্যায়ে জুলাই জাতীয় সনদ, ঐকমত্যের পথে কঠিন বাঁধা

জুলাই গণ-অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে আগামী ৫ আগস্ট ‘জুলাই জাতীয় সনদ&r...

৫ আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র ঘোষণা করবে অন্তর্বর্তীকালীন সরকার: মাহফুজ আলম​​​​​​​

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম নিশ্চিত করেছেন, ৫ আগস্টের মধ্যে...

এবার নিষিদ্ধ হলেন মেসির দেহরক্ষী

কদিন আগে মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির এক ম্যাচ নিষিদ্ধ হওয়া নিয়ে ঘটে...

‘বেকায়দায়’ রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ

বিশ্বের বেশির ভাগ ফুটবলারের স্বপ্ন থাকে রিয়াল মাদ্রিদের হয়ে খেলার। রিয়ালে আসা...

যৌনকর্মী হতে বাধ্য হয়েছিলেন এই নায়িকা

একসময় তাঁর জীবনে আলোর অভাব ছিল না। অভিনয়ে এসেই পেয়ে গিয়েছিলেন বি আর চোপড়ার মত...

তেল আবিব ভুতুড়ে নগরীতে পরিণত হবে : আয়াতুল্লাহ হুঁশিয়ারি

ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তেল আবিব ভুতুড়ে নগরীতে পরিণত হবে বলে হুঁশিয়ারি...

গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে ভয়াবহ আগুন, কাজ করছে ১১ ইউনিট

রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা