মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী চট্টগ্রাম জেলায় তৎকালীন কর্মরত শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ।
মহান বিজয় দিবস উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্সে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকালে পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁনের নেতৃত্বে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ পুলিশ সদস্যদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন শহীদদের প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন এবং তাঁদের আত্মত্যাগ কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।
অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
আমারবাঙলা/এনইউআ